শ্রাবন্তী-পুত্র অভিমন‍্যুকে ছেড়ে নতুন এবার ‘প্রিয় মানুষ’, প্রাক্তন শাশুড়িকে টেক্কা দিচ্ছেন দামিনী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়ের (Srabanti Chatterjee) ব‍্যক্তিগত জীবন খোলা খাতার মতোই প্রকাশ হয়ে পড়েছে সর্বসম্মুখে। একই ভাবে অভিনেত্রীর ছেলে অভিমন‍্যু চট্টোপাধ‍্যায়ের (Abhimanyu Chatterjee) ব‍্যক্তিগত জীবন নিয়েও কম কৌতূহল নেই আমজনতার। বিশেষ করে যেদিন থেকে প্রেমিকা দামিনী ঘোষকে (Damini Ghosh) তিনি প্রকাশ‍্যে এনেছেন নেটমাধ‍্যমে, সেদিন থেকেই চর্চায় শ্রাবন্তী পুত্রের প্রেম জীবনও।

গত বছরের শুরুতেই তিন বছরের প্রেমের কথা প্রকাশ‍্যে এনেছিলেন শ্রাবন্তীর আদরের ‘ঝিনুক’। তারপর থেকে একে অপরের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন অভিমন‍্যু দামিনী। একসঙ্গে ঘুরতেও গিয়েছেন তাঁরা। জন্মদিন পালন, পার্টি থেকে শুরু করে পুজো পার্বণও একসঙ্গে কাটিয়েছেন তাঁরা।


অভিমন‍্যু দামিনীর সম্পর্ক নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছিল শ্রাবন্তীকে। তিনি নিজেও হবু বউমার সঙ্গে ঘুরে এসেছেন। একে অপরের সোশ‍্যাল মিডিয়া পোস্টে প্রায়ই কমেন্টও করেন দুজনে। কিন্তু দামিনীর সাম্প্রতিক ছবি বদলে দিল সব হিসেব নিকেশ। তিনি নাকি নতুন ‘প্রিয় মানুষ’ খুঁজে নিয়েছেন, অন্তত নেটনাগরিকদের সন্দেহ তেমনটাই।

নতুন মানুষটিও অনেকেরই চেনা। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের ভাইপো অনীশ। অতি সম্প্রতি অনীশের জন্মদিন গিয়েছে। সেই উপলক্ষে একটি ছবি শেয়ার করেছিলেন দামিনী। গণেশ পুজোর পুরনো একটি ছবি শেয়ার করেছেন তিনি। পাশাপাশি বসে দামিনী অনীশ। দুজনের মাথা একে অপরের সঙ্গে ঠেকে রয়েছে।

ক‍্যাপশনে দামিনী লিখেছেন, ‘আমার প্রিয় মানুষটাকে জানাই শুভ জন্মদিন! তোমার প্রতি আমার ভালবাসা শব্দে কুলোবে না।’ উত্তরে অনীশ লিখেছেন, ‘অনেক ধন‌্যবাদ। অনেক ভালবাসি বেবি।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লিখেছেন, ফরেভার ফ্রেন্ডস।

https://www.instagram.com/p/Cjh9JaeLHTy/?igshid=YmMyMTA2M2Y=

নেটিজেনরা প্রশ্ন শুরু করে দিয়েছেন, দামিনী কি প্রেমিক বদলালেন? অভিমন‍্যুর সঙ্গে কি তবে বিচ্ছেদ হয়ে গিয়েছে? কয়েকজন আবার কটাক্ষ করেছেন, প্রাক্তন শাশুড়ির থেকেও আগে দৌড়াচ্ছেন দামিনী। অভিমন‍্যু দামিনীর আগের ছবিগুলো অবশ‍্য এখনো রয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। যদিও বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি শ্রাবন্তী বা অভিমন‍্যু

X