বাংলা হান্ট ডেস্কঃ NRC, ফুটবল আবেগ এবং ‘স্বজাত্যবোধ’-এর মতো স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেস নেতা তথা মুখপাত্র অভিষেক ব্যানার্জির (Abhisek Banerjee) সঙ্গে বিজেপি মুখপাত্র ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বাকযুদ্ধ চরমে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক তীব্র পোস্টে পাল্টা দিচ্ছেন দুই রাজনীতিক। রাজনৈতিক বক্তব্য এখন ব্যক্তিগত কটাক্ষে গড়িয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
NRC থেকে আরজিকর কাণ্ড, সবকিছুতেই জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছেন অভিষেক(Abhisek Banerjee), এমনই অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক সুবিধাবাদী। তিনি সমস্ত ইস্যুকে নিজের প্রচারের কাজে লাগাচ্ছেন। NRC বিরোধী ফুটবল টিফো হোক বা আরজিকর আন্দোলন, সবই তার রাজনীতির অংশ।”
এই মন্তব্যের জবাবে অভিষেক ব্যানার্জি (Abhisek Banerjee) একটি দীর্ঘ ফেসবুক পোস্টে পাল্টা আক্রমণ করে লেখেন, “Soham Chakrabortyযদি বাংলা চলচিত্রের মহানায়ক হতে পারে ; Tarunjyoti Tiwari ও বাংলার নতুন ভাষাবিদ – সুনীতি চট্টোপাধ্যায় version 2.0 বা Priyanka Tibrewal বিদ্যাসাগরের remix version হতেই পারেন। কোন আপত্তি নেই।” এরপর অভিষেক তরুণজ্যোতি তিওয়ারিকে উদ্দেশ্য করে ফের কটাক্ষের সুরে লেখেন, “এবার যে post এর ভিত্তিতে ভাই তরুণজ্যোতির এতো গাত্রদাহ সেটা ঠিক ততটাই সত্যি যতটা ও বহিরাগত এই বক্তব্যটা সত্যি। ওর গায়ে লাগলেও কিছু করার নেই।” এই কথা বলে অভিষেক লেখেন, “NRC নিয়ে ২০২০ এর ডার্বিতে যুবভারতীতে প্রতিবাদ হয়েছিলো – বাংলার আর পাঁচটা উত্তরাধিকার এর মতো ফুটবলটাও আমাদের সহজাত ; যারা বহিরাগত মরসুমি বাঙালি তারা জানবে না। “রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয় ” – টিফো টা ডার্বির ইতিহাসে নিজেই ইতিহাস হয়ে আছে।” এরপর অভিষেক তিওয়ারিকে বহিরাগত বলেও কটাক্ষ করে আরও লেখেন, “বিশ্বাস করুন তিওয়ারি বাবু আপনার পূর্বপুরুষদের অনেক আগে থেকে আমরা এখানে আছি এবং থাকি। এবার আন্তর্জাতিক অভিবাসন আইন অনুযায়ীও তিন প্রজন্মের অভিবাসনকে ন্যূনতম মান্যতা দেয়া হয় সেই যুক্তিতেও আপনি বহিরাগত – বটতলার উকিলগিরি না করে একটু পড়াশোনা করলে আপনিও জানতে পারতেন।”
এই তীব্র কটাক্ষের উত্তরে তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari) লেখেন, “এক সময় ভেবেছিলাম আপনি হয়তো বাকি তথাকথিত প্রগতিশীলদের চেয়ে একটু ভিন্ন হবেন। আপনি যুক্তির মানুষ, কথায় বলিষ্ঠ—এমন একটা বিভ্রমে ছিলাম। কিন্তু আপনার সাম্প্রতিক লেখা পড়ে বুঝলাম, আপনি রাহুল গান্ধীর মতোই হাঁটুতে বুদ্ধি নিয়ে জন্মেছেন আর আপনার নামের মতোই আপনি আরেকজন ‘অভিষেক ব্যানার্জি’র কার্বন কপি—সামনে জ্ঞানপাণ্ডিত্য আর পিছনে শূন্যতা। আপনাকে এতদিন যেটুকু গুরুত্ব দিতাম, সেটার যোগ্য আপনি নন, এই উপলব্ধির জন্য ধন্যবাদ দিতেই হয়।”
বহিরাগত প্রসঙ্গে তিওয়ারি অভিষেককে পাল্টা জবাবে বলেন যে, “আপনি যখন আমাকে বহিরাগত বললেন, তখন বুঝলাম রাজনীতি করতে গিয়ে আপনি নিজের পূর্বপুরুষকেও অস্বীকার করতে রাজি। পাঁচ পুরুষ আগে বাংলায় আসা যদি আমি বহিরাগত হই তাহলে আপনার পূর্বপুরুষ কি? তাদের অস্তিত্বকে অস্বীকার করবেন? আমি যেটা বললাম সেটা ইতিহাস, আপনি যা বললেন সেটা বিদ্বেষ। উত্তরপ্রদেশ থেকে কতো মানুষ বাংলাদেশে গিয়েছিল, কিভাবে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে নিজেদের ভিটেমাটি ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, সেই ইতিহাস জানলে হয়তো আপনি মুখ ঢাকতেন। আপনার মতো মানুষদের কাছেই বিশ্বম্ভর মিশ্র, গঙ্গাধর চট্টোপাধ্যায়, কিংবা নরেন দত্তরাও বহিরাগত। কারণ তারা তো আপনার মতো ‘ভুয়ো আধিকার’ নিয়ে বাংলার মাটিতে দাবিদার হয়ে ওঠেননি।”
আরও পড়ুনঃ টলিউড বনাম বলিউড, বাংলা সিনেমার অস্তিত্ব রক্ষায় একজোটে দেব-ঋতুপর্ণারা, প্রশাসনের দারস্থ ইন্ডাস্ট্রি
এছাড়া NRC বিষয়ে অভিষেকের (Abhisek Banerjee) বক্তব্যকে “ইচ্ছাকৃত প্রতারণা” বলে দাবি করেন তরুণজ্যোতি তিওয়ার। তিনি বলেন, “আপনি NRC ও SIR-এর পার্থক্য বোঝেন না বা বোঝাতে চান না। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।”
সবশেষে তিওয়ারি বলেন, “আপনি নিজেই যখন আপনার নাম বলতে বলেন “আমি অভিষেক ব্যানার্জি (Abhisek Banerjee), কিন্তু তৃণমূলের অভিষেক ব্যানার্জি নই”, তখনই বোঝা যায় আপনার আসল সংকটটা কোথায়। আপনার পরিচিতি আপনাকে নিয়ে নয়, অন্য একজনের ছায়ায় আপনি নিজেকে ব্যাখ্যা করেন—এটাই আপনার রাজনৈতিক ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ। আপনি নিজেকে যতই তাত্ত্বিক ভাবুন না কেন, বাস্তবে আপনি একটা ভুলে যাওয়া নাম, যাকে আজ কেউ মনেই রাখে না। আজ একটু আপনাকে সময় দিলাম, আপনার নামটা আবার একটু লাইমলাইটে আনলাম—তাতেই থাকুন আনন্দে।”
প্রসঙ্গত, দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এই সোশ্যাল মিডিয়া যুদ্ধ কেবল পারস্পরিক কটাক্ষেই সীমাবদ্ধ থাকেনি, বরং তার মধ্যে উঠে এসেছে জাতি, ভাষা, শিকড়, ভোট রাজনীতি এবং পরিচয়ের প্রশ্নও। এই সংঘাতে আবারও সামনে এল বাংলার রাজনীতিতে ব্যক্তি-বিদ্বেষ বনাম আদর্শ-রাজনীতির টানাপোড়েন।
এক সময় ভেবেছিলাম আপনি হয়তো বাকি তথাকথিত প্রগতিশীলদের চেয়ে একটু ভিন্ন হবেন। আপনি যুক্তির মানুষ, কথায় বলিষ্ঠ—এমন একটা…
Posted by Tarunjyoti Tewari on Thursday, August 7, 2025