বাংলাহান্ট ডেস্ক: জেনেবুঝেই নিজের বিপদ ডেকে আনেন কামাল আর খান (Kamal R Khan)। কখনো বলিউড তারকাদের নিয়ে কখনো রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কটাক্ষ করে সমালোচনার শিকার হন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। মাঝে মাঝে তো রীতিমতো অপমানিত হতে হয় তাঁকে। কিন্তু শোধরানোর পাত্র নন কেআরকে। এবার অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) থেকে মুখ ঝামটা খেলেন তিনি।
সম্প্রতি মালয়ালি ছবি ‘ভাশি’র পোস্টার শেয়ার করে প্রশংসা করেছিলেন অভিষেক। টুইটে তিনি লেখেন, ‘মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরো একটি অনবদ্য ছবি আসছে।’ ব্যস, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন কেআরকে। বলিউডকে নীচু করার জন্য সর্বদা পা বাড়িয়ে থাকেন তিনি। তাই সুযোগটা হাতছাড়া করেননি কেআরকে।
অভিষেকের টুইটের উত্তরে তিনি লেখেন, ‘ভাই আপনারা বলিউড ওয়ালারাও কখনো অনবদ্য ছবি বানান একটু!’ কিন্তু অভিষেক তো ছাড়নে ওয়ালা নন। ট্রোলের উত্তর কীভাবে দিতে হয় তা খুব ভাল ভাবেই জানেন তিনি। কামাল আর খানকে তীব্র কটাক্ষ করে অভিনেতা লেখেন, ‘চেষ্টা করব। আপনি বানিয়েছিলেন তো, দেশদ্রোহী।’
স্পষ্ট অপমানের পরেও মুখ বন্ধ করেননি কেআরকে। পালটা উত্তরে তিনি লেখেন, ‘আমার ছবির বাজেট (১.৫ কোটি)র থেকে বেশি তো আপনাদের মেকআপ ম্যানের বাজেট হয়। দ্বিতীয় ছবি আপনারা বলিউড ওয়ালারা বানাতে দিলেন না। নাহলে ব্লকবাস্টারও বানিয়ে দেখিয়ে দিতাম!’ অভিষেক আবার উত্তর দেন, ‘আপনি চেষ্টা করতে থাকুন। আশা করি এই লড়াইয়ে আপনি সফল হবেন।’
Bhai Kabhi Aap Bollywood Wale Bhi koi incredible film Bana Dena!🙏 https://t.co/t86eSYnTIA
— KRK (@kamaalrkhan) February 19, 2022
দুজনের টুইট যুদ্ধ বেশ উপভোগ করেছেন নেটনাগরিকরা। বিশেষ করে কেআরকের মুখের উপরে জবাব দিয়েছেন অভিষেক তাতে উচ্ছ্বসিত অনুরাগীরা। জুনিয়র বচ্চনের প্রতিভা এখনো পর্যন্ত ধামাচাপাই পড়ে রইল, এমনো দাবি করেছেন অনেকে।