বাংলা হান্ট ডেস্কঃ উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘিরে ফের রাজনৈতিক উত্তেজনা। ভোটের দিন থেকেই বিরোধী শিবিরের ভোট সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নির্বাচনে টাকার বস্তা নিয়ে নেমেছে বিজেপি, অভিযোগ অভিষেকের (Abhishek Banerjee)
বুধবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরে অভিষেক (Abhishek Banerjee) অভিযোগ করেন, বিজেপি টাকার বস্তা নিয়ে নেমেছিল নির্বাচনে। তাঁর দাবি, “এক একজন সাংসদের ভোট কিনতে ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ করেছে বিজেপি।” তিনি আরও বলেন, এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করে সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা হয়েছে।
মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। অন্যদিকে ‘ইন্ডিয়া’ প্রার্থী সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট। বাতিল হয়েছে ১৫টি ভোট। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছিলেন, বিরোধী শিবিরের ৩১৫ সাংসদ উপস্থিত থেকে ভোট দেবেন রেড্ডিকে। কিন্তু বাস্তবে ১৫ ভোট কম পান তিনি। উল্টো দিকে এনডিএ-র নির্ধারিত সংখ্যার চেয়ে ১৫ ভোট বেশি জোটে রাধাকৃষ্ণনের ঝুলিতে।
অভিষেকের (Abhishek Banerjee) বিস্ফোরক অভিযোগ খারিজ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে বলেন, “হারের মুখে পড়ে অজুহাত খোঁজা ছাড়া আর কিছুই করতে পারছে না বিরোধীরা।” বিজেপির দাবি, বিরোধী জোটের ভিতরে থেকেই ভাঙন দেখা দিয়েছে, আর সেই কারণেই ভোটের অঙ্ক মেলেনি।
আরও পড়ুনঃ আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ, নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী
উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলকে কেন্দ্র করে বিরোধী শিবিরে যে অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট। অভিষেক (Abhishek Banerjee) বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ করলেও ভোটের সংখ্যার অঙ্ক দেখিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। এই অঙ্কের রাজনীতি আগামী দিনে সংসদে বিরোধী ঐক্যের জোর কতটা টলিয়ে দেয়, সেটাই এখন দেখার।