ইডি-র সমনকে চ্যালেঞ্জ জানাল অভিষেক রুজিরা, মামলা করল দিল্লী হাইকোর্টে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কয়লা পাচার কান্ডে প্রথম থেকেই জেরার মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। সম্প্রতি তাঁদের দুজনকেই দিল্লীতে তলব করেছিল ইডি। তবে রুজিরা না গেলেও, সেখানে গিয়ে ইডি-র দফতরে হাজিরা দেন অভিষেক।

শর্ট নোটিশে তাঁর পক্ষে দিল্লী যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডিকে চিঠি দিয়ে বলেছিলেন, প্রয়োজনে তাঁর বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করত পারে। তবে গত ৬ ই সেপ্টেম্বর দিল্লীতে গিয়ে ৯ ঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর তাঁকে আবারও ২১ শে সেপ্টেম্বর দিল্লী যাওয়ার কথা বলা হয়।

Abhishek Banerjee

সেই দিনই ইডির অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখী হয়ে বিজেপির উপর ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেছিলেন, ‘যারা ক্যামেরার সামনে হাত বাড়িয়ে টাকা নিতে গিয়ে ধরা পড়েছেন, তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না তদন্তকারী দল। রাজনৈতিক দলের হাত মাথায় থাকায়, তাঁদের সব দোষ মাফ। যারা বিজেপি বিরুদ্ধে তাঁদের এভাবে হেনস্থা করা হচ্ছে’।

এবার এই কয়লা কেসে দিল্লী তলবের বিরুদ্ধে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি-র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে, স্থগিতাদেশের আর্জি করে দারস্থ হলেন দিল্লী হাইকোর্টের। তাঁরা প্রশ্ন তুলেছেন, কেন কলকাতার মামলার জন্য দিল্লীতে তলব করা হচ্ছে? ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলেও, আবার কেন দিল্লীতে ডাকা হচ্ছে? এই করোনা পরিস্থিতিতে দুই সন্তানকে নিয়ে দিল্লী যাওয়া সম্ভব নয়, সেটা জানানো পরও কেন দিল্লীতে ডাক হচ্ছে প্রশ্ন তোলেন অভিষেক রুজিরা।

সম্পর্কিত খবর

X