SIR আবহে TMC-র মহা কর্মযজ্ঞ, সর্বস্তরের নেতাদের নিয়ে অগাস্টে মেগা বৈঠক অভিষেকের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যে অব্যাহত জল্পনা। বিহারের আবহে এ রাজ্যেও SIR চালু হবে কিনা তা নিয়ে চলছে নানান চর্চা। গত মার্চ মাসে ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের (Trinamool Congress) সব স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার আগামী ৮ ই অগাস্ট ফের বৈঠকের আহ্বান করেছেন তিনি। SIR এর আবহে এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কানাঘুষো।

সর্বস্তরের নেতাদের (Trinamool Congress) নিয়ে বৈঠকের ডাক অভিষেকের

৮ ই অগাস্ট বিকেল ৪ টে নাগাদ শুরু হবে বৈঠক। দলীয় (Trinamool Congress) সূত্রে জানা গিয়েছে, সর্বস্তরের নেতৃত্বকে ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভার ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদ স্তরে সদস্যদের এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদেরও বৈঠকে থাকার কথা বলা হয়েছে। বৈঠকে থাকার কথা বলা হয়েছে।

Abhishek Banerjee arranged a meeting for Trinamool Congress

কারা কারা যোগ দেবেন বৈঠকে: এদিকে দলের (Trinamool Congress) রাজ্য কমিটির সদস্য, কলকাতা পুরসভার কাউন্সিলরদের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। থাকতে বলা হয়েছে বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যদের, দলের শাখা সংগঠনগুলির সভাপতিদেরও। তৃণমূল (Trinamool Congress) সূত্রে খবর, ওই বৈঠকে ৪ হাজারেরও বেশি নেতা যোগ দিতে পারেন।

আরও পড়ুন : মন্দিরের ভেতরেই এত বড় ‘অনাচার’! পুরীর জগন্নাথ ধামে নিষিদ্ধ কাজ করতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

কী হতে পারে বৈঠকে: উল্লেখ্য, ভুয়ো ভোটার ধরতে গত এপ্রিল মাসে সাংগঠনিক স্তরে কর্মসূচি শুরু করেছিল তৃণমূল (Trinamool Congress)। দলের সর্বস্তরের নেতাদের ডেকে মহাসম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন একই এপিক নম্বর দিয়ে একাধিক রাজ্যে বিভিন্ন লোকের নামে রয়েছে ভোটার কার্ড। ওই কর্মসূচির পুরোটা জুড়েই ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক।

আরও পড়ুন : রাত পোহালেই বদলে যাচ্ছে নিয়ম, ট্রেনে টিকিট বুক করতে হলে এবার বাধ্যতামূলক এই নথি

এসআইআর আবহে বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, ভোটিং তালিকা সংশোধনের কাজে এবার হাত লাগাতে হবে। দলীয় সূত্রে খবর, আগামী বৈঠক ষেচ সংশোধনীর কাজ কোন প্রক্রিয়ায় হবে সে বিষয়ে বৈঠকে নির্দেশ দিতে পারেন অভিষেক। পাশাপাশি আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে বুথ স্তরে প্রচারের বিষয়েও নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।