কালীঘাটের কাকু থেকে কুন্তলের চিঠি! এই ৫ টি বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ED

বাংলা হান্ট ডেস্কঃ যোগ দেওয়া হল না দিল্লিতে প্রথমবার বিরোধীদের জোট INDIA-র সমন্বয় কমিটির বৈঠকে। বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় ইডির (ED) টানা প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সকাল সাড়ে এগারোটার কিছু পর ইডি দফতরে ঢোকেন অভিষেক। সেই থেকে চলছে টানা জেরা।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে। প্রথমত ইডির কাছে জিজ্ঞাসাবাদে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল বয়ানে জানিয়েছিলেন, কালিঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে যেতেন।

আবার এই তাপসের থেকে কুন্তল ঘোষের টাকা তোলার প্রসঙ্গেও জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। আবার নিয়োগ দুর্নীতির আরেক অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের কর্মী ছিলেন বলে জানা যায়। এই সুজয় কৃষ্ণ ভদ্রের মুখেও উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন: বিবস্ত্র অবস্থায় মহিলার সঙ্গে ‘অশ্লীল’ অঙ্গভঙ্গি! BJP নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

সুজয়বাবুর সূত্র ধরে সম্প্রতি লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি চালায় ইডি। এরপরই ইডি অফিসিয়ালি প্রেস রিলিজ প্রকাশ করে উল্লেখ করে, লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সংস্থার সাথে ঠিক কতদিন অভিষেক যুক্ত ছিলেন, এখনও কোনও যোগসূত্র রয়েছে কিনা এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

ধৃত তাপস মণ্ডলের বয়ানের সেই তথ্য যাচাই করার জন্যও অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। নেতার বয়ান লিপিবদ্ধও করা হবে।
আবার নিয়োগ দুর্নীতিতে ধৃত যুবনেতা কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ধৃতদের বয়ানের ভিত্তিতেও করা হবে জিজ্ঞাসাবাদ।

abhishek ed

আরও পড়ুন: ‘…ওর সঙ্গে যোগাযোগ করব’, বাবুলকে ফের খোঁচা দিয়ে যা বললেন ইন্দ্রনীল, জোর চৰ্চা রাজ্যে

প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেককে টানা জিজ্ঞাসাবাদ করেছিল আরেক কেন্দ্রীয় সংস্থা সিবিআই। সেই সময়ও তার বয়ান রেকর্ড করা হয়েছিল। আর এবার আরেক কেন্দ্রীয় সংস্থা ইডির জেরার মুখে অভিষেক। তারাও নেতার বয়ান রেকর্ড করবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর