কথা দিয়ে কথা রাখলেন! মঙ্গলে বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক, নিজ হাতে করলেন আরতি

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার নৈহাটির বড়মা কালী মন্দিরে (Naihati Kali Mandir) এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগেই কথা দিয়েছিলেন নেতা। সেকথা রাখতেই এদিন মন্দিরে আসেন নেতা। শুধু তাই নয়, ভক্তিভরে মায়ের পুজোও করলেন দলের সেকেন্ড ইন কমান্ড।

এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ মন্দিরে পৌঁছন অভিষেক। প্রথমে মায়ের পুজো করেন নেতা। পুজো সেরে মন্দির পরিদর্শনের পাশাপাশি বড়মার কষ্টি পাথরের মূর্তি দর্শন করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেও বেশ কিছুক্ষণ বসে পুজো করেন তিনি।

আরও পড়ুন: ভাইফোঁটাতেই ভাসবে দক্ষিণবঙ্গ! ৭ জেলায় জারি হল তুমুল সতর্কতা, তোলপাড় করা আবহাওয়ার খবর

অভিষেককে একবার চোখের দেখা মানুষের ঢল নামে। নেতা পাশেই এদিন দেখা যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায়, সাংসদ অর্জুন সিং, মন্ত্রী পার্থ ভৌমিক, ব্রাত্য বসুর মত নেতাদের। প্রায় ২০ মিনিট মত মন্দিরের ভেতরে ছিলেন অভিষেক। মায়ের আরতি করতে দেখা গেল সাংসদকে। পুরোহিত–সহ মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক।

abhishek q

আরও পড়ুন: মন্দিরে খঞ্জনি বাজিয়ে কীর্তন! করলেন গোমাতার পুজো, ইসকনে একেবারে ভিন্ন রূপে শুভেন্দু

প্রসঙ্গত, কিছুদিন আগেই নৈহাটির অরবিন্দ রোডের কাছে বড়মার মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল অভিষেককে। সেই সময় কোনও কারণে তিনি হাজির থাকতে পারেননি। সেই সময় মন্দির কর্তৃপক্ষকে শুভেচ্ছাপত্র পাঠানোর পাশাপাশি অভিষেক জানিয়েছিলেন কালীপুজোয় তিনি আসবেন। যেমনি কথা তেমনই কাজ। কথা দিয়ে কথা রাখলেন নেতা।