এই দীপাবলিতে ৩.৭৫ লক্ষ কোটি টাকার ব্যবসা! মোদীর এক ডাকে ১ লাখ কোটির ক্ষতি চীনের

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির মরসুমে (Diwali) দেশে প্রায় পৌনে চার লক্ষ কোটি টাকার ব্যবসা (Business) হয়েছে। আর এবার আরও উল্লেখযোগ্য যে ভারতীয় পণ্যের চাহিদা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে‌। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ‘ভোকাল ফর লোকাল’ (Vocal For Local) আবেদনের কারণে চীনের (China) ক্ষতি হয়েছে ১ লাখ কোটি টাকারও বেশি।

দেশের ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন Confederation of All India Traders (CAIT) এই রেকর্ড পরিমাণ ব্যবসার পরিসংখ্যান দিয়েছে। এই বিশাল পরিমাণ ব্যবসা হয়েছে ধনতেরাস (Dhanteras) এবং দীপাবলির সময়ে। ভাইফোঁটা এবং ছটপুজোর কারণে এই ব্যবসার অঙ্ক আরও ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে চীনের ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।

এ বছর বাজারে চীনের শেয়ার কমেছে বলে জানিয়েছে CAIT। চীনা পণ্য বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এটি লক্ষণীয় যে ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত, সারা দেশে অলঙ্কার সোনা এবং রুপো, খাদ্যসামগ্রী এবং যানবাহনের বাম্পার বিক্রি হয়। এই কারণে কয়েক দিনেই লাখ লাখ কোটি টাকার ব্যবসা হয়েছে।

CAIT বলছে, কয়েক বছর আগেও সস্তার চীনা পণ্য বাজার দখল করে নিয়েছিল। দীপাবলির সময় বিক্রি হওয়া পণ্যগুলির প্রায় ৭০% চীন দখল করেছিল। গত কয়েক বছরে এই অবস্থার পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতি বদলাতে এবার CAIT ‘ভারতীয় পণ্য-সবকা ওস্তাদ’-এর মতো অভিযান শুরু করেছে।

india vs china

ভারতীয় দ্রব্যের চাহিদা বৃদ্ধিতে ‘মেক ইন ইন্ডিয়া’-এর (Make In India) মতো ভারতের উদ্যোগ বাড়ানো এবং স্থানীয় পণ্য কেনার জন্য প্রধানমন্ত্রী মোদীর আবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এমনটাই প্রমাণিত। এখন মানুষ চীনে তৈরি মালা, মূর্তি এবং অন্যান্য সাজসজ্জার সামগ্রী কেনার পরিবর্তে ভারতীয় পণ্য (Indian Product) পছন্দ করছেন। CAIT জানাচ্ছে, এই কেনাকাটির মধ্যে রয়েছে ১৩% খাদ্যসামগ্রী, 9% সোনা, রুপো এবং গঢ়না, ১২% জামাকাপড় এবং বাকিগুলি মিষ্টি, আলঙ্কারিক সামগ্রী, বাসনপত্র এবং মোবাইলের মতো দ্রব্য।

Avatar
Monojit

সম্পর্কিত খবর