বাংলা হান্ট ডেস্কঃ সোমবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ঠিক তার পরদিনই মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের বৈঠকে অভিষেক সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে তোপ দাগলেন।
অভিষেক (Abhishek Banerjee) অভিযোগ করে বলেন, “বিজেপির সহকারী সংস্থা কমিশন বাংলায় SIR ঘোষণা করেছে উৎসবের মরসুমে। আমাদের কথায় এটা রিভিশন নয়, এটা সাধারণ মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার প্রক্রিয়া। এর আসল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া।”
‘আগে ভোটাররা সরকার বাছত, এখন সরকার ভোটার বাছছে’
অভিষেক (Abhishek Banerjee) কটাক্ষ করে বলেন, “আগে ভোটাররা সরকার নির্বাচিত করত, এখন সরকার ভোটার বাছাই করছে নিজের সুবিধেমতো। আসল লক্ষ্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নয়। দেড় বছর আগেই লোকসভা নির্বাচন হয়েছে। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে অন্যকে জ্ঞান না দিয়ে আপনি নিজে আচরি ধর্ম করুন। ইস্তফা দিয়ে SIR করুন।” তিনি আরও বলেন, “আগেও SIR হয়েছে। কিন্তু এবার এই প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হবে তো?” “কেন সব রাজ্যে একসঙ্গে SIR হচ্ছে না, তার উত্তর দিতে পারছে না কমিশন।” এ কথাও বলেন অভিষেক।
অসমে কেন হবে না SIR? প্রশ্ন অভিষেকের
অভিষেক (Abhishek Banerjee) আরও অভিযোগ জানিয়ে বলেন, “২০০২ সালের SIR শেষ হতে সময় লেগেছিল ২ বছর। এখন বলছে ২ মাসে শেষ করবে! আগামী বছর যে রাজ্যগুলিতে ভোট, সেখানে কৌশলে অসমকে বাদ দেওয়া হয়েছে। কারণ সেখানে বিজেপি ক্ষমতায়। তাই সেখানে SIR নয়, কিন্তু বাংলায় হবে! তাহলে এক দেশ এক নির্বাচন গল্প দেন কেন?”

আরও পড়ুনঃ অভিষেকের এলাকায় পুজো উদ্বোধনে যাচ্ছেন শুভেন্দু, নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, কড়া নির্দেশ হাই কোর্টের
সাংবাদিক সম্মেলনে মানচিত্র দেখিয়ে অভিষেক (Abhishek Banerjee) জানান, “পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। তবু শুধুমাত্র বাংলাকেই টার্গেট করা হচ্ছে। এমনকি মায়ানমারের সঙ্গে বাংলার কোনও সীমান্ত না থাকলেও রোহিঙ্গা ইস্যু তুলে বাংলাকে নিশানা করা হচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” অভিষেকের এই বক্তব্যে নতুন করে উত্তপ্ত হচ্ছে রাজ্যের রাজনৈতিক আবহ।













