বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে। দলের বিভিন্ন জায়গায় প্রত্যাশা অনুযায়ী কাজ না হওয়ায় নড়েচড়ে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর নিয়ে উত্তেজনার আবহে দলের কর্মীদের ভূমিকা নিয়ে তিনি মোটেই খুশি নন। তাই সোমবার হাজারো নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ভার্চুয়াল বৈঠক অভিষেকের (Abhishek Banerjee)
দলীয় সূত্রের খবর, আগামী ২৪ নভেম্বর বিকেল চারটেয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ কী ভাবে এগোচ্ছে, কোথায় দুর্বলতা রয়েছে, সবটাই খতিয়ে দেখতে চান তিনি। দলের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে অভিষেকের মনে ক্ষোভ রয়েছে। কিছু জেলার কাজ তিনি প্রত্যাশামতো হয়নি বলেই মনে করছেন।
নজরে ঠাকুরনগর ও উত্তর ২৪ পরগনা
এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে জোরকদমে চলছে এসআইআর-এর (SIR) কাজ। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে ঠাকুরনগরের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখানে মতুয়া সম্প্রদায়ের বড় ভোটব্যাঙ্ক রয়েছে। এসআইআর নিয়ে কোনও রকম অসন্তোষ তৈরি হলে তার প্রভাব সরাসরি পড়তে পারে শাসকদলের ভোটঘাঁটিতে। তাই ঠাকুরনগরকে বিশেষ নজরে রাখতে চাইছেন অভিষেক (Abhishek Banerjee)।
শুধু ঠাকুরনগর নয়, এসআইআরের শুরু থেকেই উত্তর ২৪ পরগনা উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। কখনও ভোটার তালিকা, কখনও অনুপ্রবেশ, নানা ইস্যুতে সরগরম এই জেলা। তাই এখানেও বাড়তি নজর দিতে পারেন অভিষেক (Abhishek Banerjee), এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুনঃ ৫ বছর পর ভোট যাদবপুরের ক্যাম্পাসে! ‘স্বচ্ছতা নেই’ অভিযোগে দূরত্ব তৃণমূলের
এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। তাঁর অভিযোগ, পরিকল্পনাহীন ভাবে চলছে পুরো প্রক্রিয়া, যার ফলে সাধারণ মানুষ ও আধিকারিকদের উপর অযথা চাপ তৈরি হচ্ছে। তাই অবিলম্বে এসআইআর স্থগিত করা এবং BLO-দের সঠিক প্রশিক্ষণের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। এদিকে, দলের BLA-দের কাজ নিয়েও ক্ষুব্ধ অভিষেক (Abhishek Banerjee)। তাই সোমবারের বৈঠক থেকে অভিষেক এসআইআর এর কাজ নিয়ে দলকে আরও সক্রিয় হওয়ার বাসা দিতে পারে বলে মনে করছেন রাজনীতি মহল।












