কয়লা দুর্নীতি মামলায় অভিষেককে নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্য বড় স্বস্তি! কয়লা দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ, লোকসভা ভোট চলাকালীন ডায়মন্ড হারবারের সাংসদকে দিল্লিতে তলব করতে পারবে না ইডি।

আগামী ১০ জুলাই শীর্ষ আদালতে পরবর্তী শুনানি আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী শুনানি অবধি অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি পঙ্কজ মিথাল এং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে জোড়াফুল শিবির।

কয়লা দুর্নীতি মামলায় ইডির (ED) সমনের বিরুদ্ধে অভিষেকের হয়ে আদালতে আবেদন করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) সময়, জুলাই অবধি অন্তত অভিষেককে যেন ইডি দিল্লিতে তলব না করে এই আবেদন করা হয়েছিল। কবিল সিব্বল বলেন, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি অভিষেক ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুনঃ বারবার বিজেপিকে জিতেয়েছে! ‘যে বুথে লিড পাব না সেখানে…’, প্রচারে বেরিয়ে ‘হুমকি’ তৃণমূলের সুজাতার!

আসন্ন লোকসভা নির্বাচনেও একই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। আগামী ১ জুন ডায়মন্ড হারবারে নির্বাচন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময় ইডির তদন্তকার্যে সাহায্য করেছেন। একাধিকবার তলব করা হয়েছে তাঁকে। তিনি সেই ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন। ইডির নির্দেশ অনুযায়ী, গত ১০ বছরের আয়কর হিসেবও জমা দিয়েছেন অভিষেক।

তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে হয়রান করার জন্য তৃণমূল সাংসদকে বারবার দিল্লিতে তলব করতে পারে ইডি। সেই জন্য অন্তত ভোট চলাকালীন, জুলাই অবধি যেন দিল্লিতে তলব না করা হয় সেই আবেদন জানানো হয়েছিল। এবার তাতেই ‘সুপ্রিম-নির্দেশ’ দেওয়া হল। মামলার পরবর্তী শুনানি অবধি অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি, জানিয়ে দিল শীর্ষ আদালত।

abhishek banerjee supreme court order on coal scam case

প্রসঙ্গত, কয়লা দুর্নীতি মামলায় একাধিকবার ইডির জেরার মুখে পড়েছেন অভিষেক। গত বছর ২১ মার্চ শেষবার তলব করা হয়েছিল তাঁকে। এছাড়া নিয়োগ দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার সম্মুখীন হতে হয়েছে তৃণমূল সেনাপতিকে। কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে ইডির প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর