বারবার বিজেপিকে জিতেয়েছে! ‘যে বুথে লিড পাব না সেখানে…’, প্রচারে বেরিয়ে ‘হুমকি’ তৃণমূলের সুজাতার!

বাংলা হান্ট ডেস্কঃ ভোটে দাঁড়ানোর পর থেকে যেন বিতর্ক পিছু ছাড়ছে না সুজাতা মণ্ডলের (Sujata Modal)! চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথমে তাঁর ‘পদবী’ নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রাক্তন স্বামীর পদবী ব্যবহার করে ভোট টানার চেষ্টা করছেন সুজাতা, ওঠে এমন অভিযোগ। এবার ভোট প্রচারে (Lok Sabha Election 2024) বেরিয়ে ভোটারদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার বাঁকুড়ার ওন্দা গ্রামের নতুনগ্রাম এলাকায় প্রচারে গিয়েছিলেন বিষ্ণুপুরের জোড়াফুল প্রার্থী। সেখানে গিয়ে তিনি বলেন, কোন বুথে তৃণমূল লিড পাচ্ছে আর কোথায় বিজেপি পাচ্ছে তার তালিকা তৈরি করে রাখা হবে। যে বুথগুলিতে তৃণমূল (TMC) লিড পাবে সেখানে ‘জান লড়িয়ে দেবেন’ বলে দাবি করেন সুজাতা। আর যেখানে পাবে না, সেখানে নিজে তো দূর, দলের কোনও কর্মীকেও আসতে দেবেন না বলে মন্তব্য করেন তিনি।

এখানেই না থেমে সুজাতা বলেন, ‘ভোটের বেলায় তোমরা বড় ফুলকে ভোট দেবে আর চাওয়ার সময় ছোট ফুলের থেকে চাইবে এটা হতে পারে না। এখান থেকে বারবার তোমরা বিজেপিকে জিতিয়েছ। এবারও যদি এমন হয় তাহলে তোমাদের কথা শুনতে আমি আর এখানে আসব না। বিজেপির সঙ্গে তোমরা বুঝে নেবে’!

আরও পড়ুনঃ বাংলায় BJP-র বাকি প্রার্থী তালিকা প্রকাশ হবে কবে? দিনক্ষণ জানালেন সুকান্ত

সুজাতা মণ্ডলের এই বক্তব্য ঘিরেই দেখা দিয়েছে বিতর্ক। ‘হুমকি’ দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বিজেপির কটাক্ষ, ঠেলায় পড়ে এমন কথা বলছেন বিষ্ণুপুরের জোড়াফুল প্রার্থী। এদিকে যার বক্তব্য থেকে বিতর্কের সূত্রপাত সেই সুজাতার কথায়, লোকসভা, বিধানসভা হোক বা পঞ্চায়েত, এই এলাকা থেকে বারবার বিজেপি জিতছে। এদিকে ওন্দা এলাকায় উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব দেখে কষ্ট হচ্ছে, বুক ফাটছে আমাদের, সেই কারণেই এমন মন্তব্য করেছেন বলে দাবি করেছেন তিনি।

sujata mondal tmc candidate

প্রসঙ্গত, ভোট প্রচারে বেরিয়ে প্রার্থীদের বক্তব্য ঘিরে সাম্প্রতিককালে একাধিকবার বিতর্ক দেখা দিয়েছে। তা সে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের ‘পুরস্কার’ দেওয়ার ‘আশ্বাস’ হোক বা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের লিড বেশি দেওয়া বুথে সাংসদ তহবিলের উন্নয়নের টাকা বেশি বরাদ্দ করার মন্তব্য! এবার সেই তালিকাতেই যুক্ত হল সুজাতার নাম। তৃণমূল লিড না পেলে সেই বুথগুলিতে আসবেন না বলে বিতর্কে জড়ালেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর