‘নিজের লড়াই নিজেকেই লড়তে হবে’, ঘুষ-কাণ্ডে মহুয়াকে বুঝিয়ে দিলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্ক: নিজের লড়াই নিজেকেই লড়তে হবে! মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়ে আসার সময় অভিষেককে মহুয়া মৈত্র প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

মহুয়া মৈত্রের পাশে থাকার বার্তা দিয়েও ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ বলে দিলেন, কৃষ্ণনগরের সাংসদকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। এদিন অভিষেক বলেন, ‘সরকারের বিরুদ্ধে কেউ লড়লে, সরকারকে প্রশ্ন করলে, আদানি ইস্যু (Adani) নিয়ে প্রশ্ন করলে এভাবেই সাংসদ পদ বাতিল করা হচ্ছে। এথিক্স কমিটির চেয়ারম্যান নিজেই রিপোর্টে লিখছেন, মহুয়ার বিরুদ্ধে আরও তদন্ত প্রয়োজন। আমার প্রশ্ন, বিষয়টা যখন তদন্ত সাপেক্ষ, আপনার কাছে যখন কোনও প্রমাণ নেই, তখন আপনি সাংসদ পদ খারিজের সুপারিশ করলেন কীভাবে?’

abhishek

এরপরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আমার মনে হয় মহুয়াকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। আমাকেও চার বছর ধরে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। একের পর এক মামলায় ডেকেছে। একটা মামলায় না পারলে অন্য মামলায় ডেকেছে। এটাই ওদের পদ্ধতি। এথিক্স কমিটির কাছে আরও অনেক অভিযোগ জমা পড়েছে। বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরি সংসদে দাঁড়িয়ে অশ্রাব্য কথাবার্তা বলেছিলেন। সংসদের অপমান করেছেন। তাও তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মানুষ সব দেখছে।’

রাজনৈতিক মহলে চর্চা, মহুয়া মৈত্রের পাশে থেকেও গুরুত্বপূর্ণ শব্দ চয়ন করেছেন অভিষেক। তা হল ‘তদন্ত সাপেক্ষ’। তাহলে কি মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল এখন লোকসভার এথিক্স কমিটির (Ethics Commitee) তদন্তের দিকেই নজর রাখছে? প্রশ্ন উঠছে।

Monojit

সম্পর্কিত খবর