অভিনেতা নয়! এবার ২০২৪ এ মার্কেট কাঁপাতে ধামাকাদার মুভি নিয়ে আসছেন এই ৫ অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্ক : সিনেমার পর্দায় ভরপুর অ্যাকশন দৃশ্য বললেই কোনও না কোনও বলিউড (Bollywood) হিরোর (Hero) কথাই মাথায় আসে। এই একটা সেগমন্টে নায়িকাদের (Actress ) দখল বড়োই কম। তবে হালফিলের দিনে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ক্যাটরিনা (Katrina Kaif) হোক কী আলিয়া (Alia Bhatt), কমবেশি প্রত্যেকেই এখন অ্যাকশন জনরার দিকে ঝুঁকছেন। আজকের প্রতিবেদনে এমনই কয়েকজন অভিনেত্রীর কথা বলব যারা খুব শীঘ্রই ধামাকাদার অ্যাকশন অবতারে হাজির হবে।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : চলতি বছরের বহুল আলোচিত এবং প্রতিক্ষিত ছবি হল ‘টাইগার থ্রী’‌। এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের ভাইজান সলমন খান এবং ক্যাটরিনা কাইফ‌। ছবির ট্রেলার থেকেই পরিস্কার যে, ক্যাটরিনা তার অ্যাকশনের জাদু দেখানোর জন্য প্রস্তুত।

behind the scenes katrina kaif says training for tiger 3 made her body sore but she rose to the challenge

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) : খুব শীঘ্রই দূর্ধর্ষ অ্যাকশন অবতারে হাজির হতে চলেছেন করিনা কাপুর খান। আসন্ন ছবি ‘সিংহম এগেইন’-র জন্য তার প্রথম লুক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বন্দুক হাতে আলাদাই সোয়্যাগ দেখিয়েছেন নায়িকা।

filmcompanion 2023 11 2572ecd3 3f8e 42a3 beee d292e59ddb3e f z84s3agaaxioc

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : চলতি বছর যদি কেউ খেল দেখাচ্ছেন তাহলে তিনি হলেন দীপিকা। ‘পাঠান’, ‘জওয়ান’র পর অভিনেত্রীকে দেখা যাবে ‘সিংহম এগেইন’এ। ইতিমধ্যেই পুলিশের পোশাকে দীপিকার ফার্স্ট লুক ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও হৃত্বিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবিতেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন তিনি। পাশাপাশি দীপিকার হাতে রয়েছে প্রভাসের সাই-ফাই মুভি ‘কালকি ২৮৯৮ এডি’। এই ছবিতেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন নায়িকা।

spirit of fighter deepika padukone 1

আলিয়া ভাট (Alia Bhatt) : তালিকায় নাম রয়েছে আলিয়া ভাটেরও। ইতিমধ্যেই সামনে এসেছে অভিনেত্রীর আসন্ন ছবি ‘জিগরা’র খবর। যদিও ছবির গল্প বা পটভূমি সম্পর্কে কোনো ধারণা এখনও মেলেনি।

26 9 2023 17 42 11 783

কিয়ারা আডবাণী (Kiara Advani) : সূত্রের খবর, খুব শীঘ্রই হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিয়রের ‘ওয়ার ২’ ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন কিয়ারা আডবাণী। যদিও এই খবর এখনও কনফার্ম নয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর