নতুন তৃণমূলের প্রধান মুখ কে? অবশেষে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একাধিক দুর্নীতি মামলায় ক্রমাগত চাপ বেড়ে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ওপর। এছাড়াও দলের ভিতর গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে ‘নতুন তৃণমূল’ প্রসঙ্গ অস্বস্তি বাড়িয়েছে শাসকদলের। এদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি (ED) দফতর থেকে বেরিয়ে অবশেষে এ সকল প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি তৃণমূলের মুখ কে, সেই বিষয়েও খোলসা করলেন তিনি।

উল্লেখ্য, এদিন ইডির তলব মাঝে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৬ ঘন্টার ওপর জেরার পর অবশেষে বের হন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন অভিষেক, আবার অন্যদিকে নিজের দল প্রসঙ্গেও একাধিক মন্তব্য করেন তিনি।

বিগত বেশ কিছু সময় ধরে তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এর মাঝে বিরোধীদের পক্ষ থেকে দাবি করে আসা হয় যে, দলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক, দুটি দল তৈরি হয়ে গিয়েছে। সম্প্রতি, অভিষেকের মুখে ‘নতুন তৃণমূল’ প্রসঙ্গ উঠে আসতে সেই জল্পনাই আরো বৃদ্ধি পায়।এদিন সেই সকল জল্পনার অবসান ঘটিয়ে অভিষেকের সাফ জবাব, “তৃণমূলের মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়।”

এদিন ইডি দফতর থেকে বের হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে, ‘নতুন তৃণমূলের প্রধান মুখ’ বলেই কি বারংবার তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়তে হয়ে চলেছে তাঁকে? একইসঙ্গে উঠে আসে ‘নতুন তৃণমূল’ প্রসঙ্গ। অবশ্য এরপরই তৃণমূল নেতা বলেন, “বর্তমানে তৃণমূলের মুখ একজন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।”

নতুন তৃণমূল প্রসঙ্গে অভিষেক বলেন, “আমি ধুপগুড়ির সভা থেকে এখনও পর্যন্ত একটাই কথা বলে আসছি যে, মানুষ বর্তমানে যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চাইছেন, সেই ভাবে তুলে ধরাই আমাদের দায়িত্ব। আগামী ৬ মাসের মধ্যে সেই নতুন তৃণমূল আপনারা সবাই দেখতে পারবেন। নতুন তৃণমূল বলতে নতুন কিছু নয়, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে তৈরি করেছিলেন, সেটাকে ফেরাতেই আমরা তৎপর। ২০১১ সালে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল, যে দল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ন্যায় সিপিএমকে বাংলার বুক থেকে সরিয়েছিল, আমরা সেই তৃণমূলের কথা বলেছি। যে তৃণমূল মানুষের জন্য কাজ করে, কখনোই আত্মসমর্পণ করে না, সেই তৃণমূলের কথাই তুলে ধরা হয়েছে।”

Untitled design 2022 08 23T145006.324

এরপরই দলের প্রধান মুখ প্রসঙ্গে অভিষেক বলেন, “আমাকে যদি আক্রমণ করার কথা ভেবে থাকে, তাহলে করবে। আসলে আপনারা দেখবেন, আম কিংবা লিচু গাছে মানুষ ঢিল মারে। কিন্তু করোলা গাছে কি ঢিল মারে? আসলে যে ফল মিষ্টি, সেটাতেই মানুষ ঢিল মারে।” এরপরই তিনি জানান, “তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।”

Sayan Das

সম্পর্কিত খবর