উলটো সুর গাইলেন ভাইপো! মুখ্যমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারলেন না অভিষেক

বাংলাহান্ট দেকঃ রাজ্যে হুড়মুড়িয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দিন কয়েক আগেই ৩০ শে ডিসেম্বর দুপুরে সাগরের হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) যা বলেছিলেন, আজ ঠিক তার উল্টোটাই বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। কথার ভাঁজে যেন বুঝিয়ে দিলেন, রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্ত ঠিক ছিল না।

গত ৩০ শে ডিসেম্বর গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় ফেরার সময় বর্ষবরণে উৎসবের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি কি করে নতুন বছরকে আটকাবো? কারো উৎসব কি আমি ঠিক করতে পারি? অযথা আতঙ্ক ছড়িয়ে নেগেটিভ খেলবেন না আপনারা। আগের দুটো কোভিড ঢেউয়ের সময় যেভাবে আপনারা সহযোগিতা করেছিলেন, সেভাবেই সহযোগিতা চাইব’।

1613200955 13 sironam abhishek

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের ঠিক যেন উলটো কথাটাই এদিন বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে ডায়মন্ড হারবার লোকসভার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকের পর আলিপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বড় দিন, দুর্গাপুজো, সমস্ত উৎসব পরে হবে, সবার আগে মানুষের জীবন। যদি মানুষই না থাকেন, তাহলে উৎসব কীসের! গঙ্গাসাগর ইস্যুতে হাইকোর্টের বেঁধে দেওয়া বিধিই মেনে চলা উচিত আমাদের’।

যদিও এই মন্তব্যকে নিজের ব্যক্তিগত মতামত বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও তাঁর এমন মন্তব্য শুনে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করেছেন, করোনার বৃদ্ধির মাঝে রাজ্য সরকারের এমন লাগামহীন ভাব যেন, একেবারেই মেনে নিতে পারেননি তিনি। এই সময় রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে যেন একেবারেই সহমত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক কথায় অভিষেক যেন বুঝিয়ে দিলেন, এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত ছিল রাজ্য সরকারের।


Smita Hari

সম্পর্কিত খবর