ফের জনদরদী রূপে অভিষক! নবজোয়ারের ফাঁকে করলেন রক্তদান, প্রশংসার ঝড় রাজ্য জুড়ে

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূলে (Trinamool Congress) নবজোয়ার’ কর্মসূচি নিয়ে ২ মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তা শেষ পর্যায়ে। কাকদ্বীপে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একসঙ্গে সমাপ্তি সভা করবেন।

এর আগে বুধবার বারুইপুর থেকে জয়নগর (Jaynagar) পৌঁছেই সমাজসেবার কাজে দেখা গেল অভিষেককে। রক্তদান শিবিরে গিয়ে তিনি নিজেই রক্ত দিলেন। এর ছবি সামনে আসতেই উচ্ছ্বসিত ওয়ে ওঠেন সাধারণ মানুষ। প্রশংসা আসে সর্ব মহল থেকেই।

আজ বিশ্ব রক্তদাতা দিবস। নবজোয়ার কর্মসূচির ফাঁকে এবার রক্ত দিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। শুরু হয়েছিল কোচবিহার থেকে। ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে শেষ জেলা দক্ষিণ ২৪ পরগনা। আগামী ১৬ জুন কর্মসূচি শেষ হবে এই জেলাতেই। সেদিন কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

abhishek 2

বুধবার বারুইপুরে কর্মসূচি শেষ করে সন্ধে নাগাদ অভিষেক পৌঁছন জয়নগরে। মিছিল করে জনসংযোগ করতে থাকেন।  একটি রক্তদান শিবিরে যান। আর সেখানে গিয়েই স্থির করেন, তিনি নিজেও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর রক্তদান করেন। তাঁর এই ভূমিকায় স্বভাবতই অত্যন্ত খুশি সকলে। এতটা পথ হেঁটে ক্লান্ত হলেও জনতার স্বার্থে অভিষেকের এভাবে এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয়।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় পৌঁছন অভিষেক। আজ, বুধবারও দিনভর একাধিক কর্মসূচি ছিল তাঁর। জয়নগরে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন স্থানীয় তৃণমূলকর্মীরা। সেখানেও যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু তিনি নিজে রক্ত দেবেন, তা আগে থেকে ঠিক ছিল না।

তাহলে? আজ বিশ্ব রক্তদাতা দিবস। সেকথা মাথা রেখেই নবজোয়ার কর্মসূচির ফাঁকে জয়নগরে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক। এরপর আর পাঁচজন দাতার মতোই প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার পর রক্ত দেন তিনি।

Sudipto

সম্পর্কিত খবর