বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সেই লক্ষ্যেই সভা-জনসভায় মেতে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। এদিন কেশপুরে বিশাল (Keshpur) জনসভা করেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে দলের কর্মীদের বার্তা দেওয়ার পাশাপাশি বাম-বিজেপির (CPM-BJP) প্রার্থীদের জন্য দিয়ে দিলেন মোবাইল নম্বর (Mobile Number)।
শনিবার বিশাল জনসভা থেকে দলের উদ্দেশে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মীদের বার্তা দিয়ে বলেন, “কোনও দাদার তল্পিবাহক হয়ে টিকিট পাওয়া যাবে না। আগামী পাঁচ বছর যাঁরা মাথানত করে মানুষের জন্য কাজ করবে তাঁরাই পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। প্রার্থী ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)”
পাশাপাশি এদিন কেশপুরের সভা থেকে অভিষেক বলেন, “প্রতিটা পঞ্চায়েতে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক অবাধ নির্বাচন হবে, মানুষ ভোট দেবে। আমি নিজে দাঁড়িয়ে মনোননয়ন করাব।” প্রসঙ্গত, এর আগের পঞ্চায়েত নির্বাচনে অবাধ সন্ত্রাসের অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধী শিবির। পাশাপাশি শাসকদলের নেতা মন্ত্রীদের ভয়ে রাজ্যের নানা প্রান্তে মনোননয়নই জমা দিতে পারেননি বিরোধীরা।
তবে এদিন, ভরা সভা থেকে অভিষেক দাবি করেন, প্রতিটা পঞ্চায়েতে নির্বাচন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতেই অবাধ নির্বাচন হবে রাজ্যে। পাশাপাশি বিরোধীদের আশ্বাস দিয়ে তিনি বলেন নিশ্চিন্তে মনোনয়ন জমা দিতে পারবে তারা। তিনি নিজে সেই বিষয় দেখবেন বলেও দায়িত্ব নেন দলনেতা।পাশাপাশি বাম-বিজেপির জোটকে কটাক্ষ করে অভিষেক ব লেন, “সিপিএম-বিজেপিকে বলব দলাদলি না করে একা লড়ুন। সমবায়ে দেখেছেন রাম-বাম মডেল। তাও তৃণমূলকে হারাতে পারেনি।”
এরপর বিরোধী শিবিরকে উদ্দেশ্য করে বলেন, “সিপিএমের হার্মাদ, বিজেপির জল্লাদ আর কংগ্রেসের উন্মাদদের আমি বলছি যদি পঞ্চায়েত ভোটে মনোনয়ন না দিতে পারেন সরাসরি আমাকে জানাবেন আমি মনোনয়ন জমা করিয়ে যাব। মনোনয়ন করানোর দায়িত্ব আমার।” তিনি বলেন, “প্রয়োজনে আমি নম্বর দিয়ে যাচ্ছি। ৭৮৮৭৭৭৮৮৭৭ এই নম্বর। সিপিএমের, বিজেপি, কংগ্রেস, আর নির্দল বন্ধুদের বলছি এই নম্বরে ফোন করে সরাসরি আমাকে জানান। আমি নিজে দাঁড়িয়ে মনোনয়ন করাব।”