বাদল অধিবেশনের আগেই ইন্ডিয়া জোটে ফাটল! বৈঠকে নেই আপ, ‘ভার্চুয়াল’ যোগ দেবেন অভিষেক

Published on:

Published on:

Abhishek Banerjee joins INDIA Alliance meet

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে ‘ইন্ডিয়া জোট’ থেকে নিজেদের সরিয়ে নিল আম আদমি পার্টি। বাদল অধিবেশনের ঠিক আগেই এমন সিদ্ধান্ত বিরোধী ঐক্যে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। শনিবারের ভার্চুয়াল বৈঠকেও থাকছে না আপ। এমন অবস্থায় বাকি আঞ্চলিক দলগুলিকে ধরে রাখতে মরিয়া কংগ্রেস।

আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের অভিযোগ, “এটা কি ছেলেখেলা হচ্ছে?” তাঁর দাবি, কংগ্রেস একবার কেজরিওয়াল, আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবকে নিশানা করে। অথচ ২০২৪ ভোটের পর জোট শক্তিশালী করতে কোনও বাস্তব পদক্ষেপ নেয়নি তারা। তাই আপ আর ইন্ডিয়া জোটে নেই।

এই পরিস্থিতিতে কংগ্রেস চাইছে তৃণমূল-সপা-ডিএমকে-র মতো শরিকদের পাশে রাখতে। কংগ্রেসের ডাকে তৃণমূল সাড়া দিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শনিবার সন্ধ্যা ৭টায় কলকাতা থেকে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেবেন। তিনদিন আগেই শহিদ দিবসের প্রস্তুতি সভা থেকে মমতা বলেছিলেন, “দিল্লি দখল করবে ইন্ডিয়া।” সেই বার্তাই তিনি তুলে ধরবেন আজ।

সর্বদলীয় বৈঠকে থাকছে না তৃণমূল

আগামীকাল রবিবার সংসদ বিষয়ক মন্ত্রকের সর্বদলীয় বৈঠকে তৃণমূল থাকবে না। কারণ, ২১ জুলাই শহিদ দিবস (Shahid Dibas) উপলক্ষে দলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। একই দিনে দিল্লিতে যে বৈঠক, সেদিকে নজর থাকলেও, মূল ফোকাস এখন কলকাতায়। এদিকে নরেন্দ্র মোদী (Narendra Modi) ২৪-২৬ জুলাই ব্রিটেন ও মলদ্বীপ সফরে যাচ্ছেন। বাদল অধিবেশনের (Parliament Monsoon Session) সূচনা ২১ জুলাই, চলবে ২১ অগস্ট পর্যন্ত। ইন্ডিয়া জোটের নিশানায় থাকবে বিহারের এসআইআর (Special Intensive Revision) বিতর্ক, পহেলগাঁওয়ে হামলার তদন্ত ও চীন ইস্যুতে কেন্দ্রের অবস্থান। বিরোধীরা জবাব চাইবে, যদিও সরকার আলোচনায় আগ্রহী নয় বলেই সূত্রের খবর।

Abhishek Banerjee joins INDIA Alliance meet

আরও পড়ুনঃ ‘বীরভূম হবে বেঙ্গালুরু’, বাংলায় পা রাখার আগেই বিহার থেকে বাজিমাত মোদীর

ইন্ডিয়া জোট থেকে আপের বেরিয়ে আসা কংগ্রেসের বিশ্বাসযোগ্যতার উপর বড় প্রশ্ন তুলে দিল। যে প্রশ্ন তুলে আপ বলছে, “২০২৪ পেরিয়ে এল, কই দৃশ্যমান কোনও পদক্ষেপ তো নেই।” তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি এই অবস্থায় কতটা জোটে থাকবে, তা নিয়েও উঠছে প্রশ্ন। এখন তাকিয়ে থাকা আগামী একমাসের দিকে, সংসদের অধিবেশনে বিরোধীরা কতটা সংঘবদ্ধ হয়ে কেন্দ্রকে চাপে ফেলতে পারে। আপ সরলেও, তৃণমূল, ডিএমকে, সিপিআইয়ের মতো দল এখনও ময়দানে। এখন প্রশ্ন হল, কংগ্রেস আদৌ নেতৃত্ব রাখতে পারবে তো?