বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি রুখতে এবার কোমর বেঁধে নেমে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের নামে দুর্নীতি করলে রেয়াত করা হবে না, এদিন স্পষ্ট করে দেন তৃণমূল সেনাপতি। অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট নম্বরও দিয়েছেন তিনি। সেই সঙ্গেই জানিয়েছেন, দুর্নীতির অভিযোগ সত্যি হলে পুরস্কৃত করার কথা।
দুর্নীতি রুখতে ‘নয়া দাওয়াই’ অভিষেকের (Abhishek Banerjee)!
শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন স্থানীয় সাংসদ অভিষেক। সেই বৈঠকের পরেই দুর্নীতি দমনে ‘অ্যান্টি কোরাপশন হেল্পলাইন’ চালু করার কথা ঘোষণা করেন তিনি। তৃণমূল সেনাপতি জানান, ভিডিও বানিয়ে ওই নির্দিষ্ট হোয়্যাটস অ্যাপ চ্যানেলে পাঠাবেন। আমরা সেই ভিডিও পুলিশ প্রশাসনের কাছে ফরোয়ার্ড করে দেব। সেখানে কোনও সত্যতা থাকলে যে ব্যক্তি সেটি পাঠিয়েছেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
এখানেই শেষ নয়, অভিষেক আরও বলেন, অভিযোগকারী ব্যক্তির সুরক্ষার দায়িত্ব আমার, আমাদের। পুলিশকে বলা হয়েছে, ওই অভিযোগ সত্যি হলে সুয়োমোটো মামলা করার উদ্যোগ নিতে হবে। তবে যদি জানা যায়, সেই অভিযোগ ভুয়ো, তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তৃণমূল সেনাপতির এই উদ্যোগের ফলে দুর্নীতি অনেকটাই কমবে বলে আশা করছে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ রবিতে তুমুল বর্ষণ বাংলায়! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই ৫ জেলায়ঃ আবহাওয়ার খবর
উল্লেখ্য, দুর্নীতি দমনের জন্য আগেই ‘এক ডাকে অভিষেক’ (Ek Dake Abhishek) হেল্প লাইন নম্বর চালু করা হয়েছিল । এরপর দেখা গিয়েছে, সাতগাছিয়া সহ বেশ কিছু জায়গা থেকে একাধিক অভিযোগ আসছে। এবার নয়া উদ্যোগ নেওয়া হল। অভিষেকের এই উদ্যোগ কার্যত ডায়মন্ড হারবার মডেলের নতুন সংযোজন।
দুর্নীতি দমনের জন্য এর আগে অভিষেক (Abhishek Banerjee) যে নম্বর দিয়েছিলেন, সেই ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরেই এবার অভিযোগ জানানো যাবে। এই নম্বরের হোয়্যাটস অ্যাপ চ্যানেল চালু করা হয়েছে। সেখানে দুর্নীতির ভিডিও করে পাঠানো যাবে। দলের পদের অপব্যবহার করে দাপট দেখানোর দিন শেষ, এদিন তা কার্যত স্পষ্ট করে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এদিনের বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মূলত জানিয়ে দেন, দলের পদের অপব্যবহার করে আর দাপট দেখানো যাবে না। দুর্নীতির অভিযোগ উঠলে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।