বাংলা হান্ট ডেস্ক: ভোট পূর্বে বাংলাজুড়ে চর্চায় এখন সুপারস্টার দেব (Dev)। একদিকে যখন দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। তার আগে ক্রমেই জোড়ালো হচ্ছে ঘাটালের সাংসদের রাজনীতি ছাড়ার জল্পনা। তৃণমূলের টিকিটে পরপর দু’বারের সাংসদ (TMC MP) তিনি। তবে সেই দেবই নাকি এবার আর ভোটে লড়ছেন না। এই নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছেন তারকা। সংসদে শেষ দিনে দাঁড়িয়ে তাঁর গলায় শোনা গিয়েছে বিদায়ী সুর। যদিও সময়ের সাথে সাথেই সবটা আরও পরিষ্কার হবে। এদিকে শোনা যাচ্ছে দেব ইস্যুতে এবার আসরে নামছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সূত্রের খবর, আগামী শনিবার ঘাটালের তৃণমূল (Trinamool Congress) সাংসদের সঙ্গে বৈঠকে বসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্যা সমাধানেই এই বৈঠক বলে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়’কে ধরে রাখতেই এই বৈঠক, এমনটাই মনে করেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বেশ কিছুদিন থেকেই দেবের তৃণমূল ছাড়ার জল্পনা নিয়ে শোরগোল রাজনীতির অন্দরে। আবার এরই মধ্যে লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্য়ান নিয়ে সরব হন ঘাটালের সাংসদ। বৃহস্পতিবার দুপুরে সংসদের বক্তৃতায় দেব বলেছিলেন, ‘‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে।’’ বরাদ্দ টাকা মঞ্জুর করে কাজ যেন শুরু হয়’।
প্রসঙ্গত, বুধবার একটি ভাইরাল ক্লিপে দেবের নাম সামনে আসে। লোকসভা ভোটের (Loksabha Vote) আগে যখন পায়ের তলার জমি শক্ত করতে মরিয়া নেতারা, সেই সময়ই সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ। আর ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছিল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম! যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
ভাইরাল অডিও ক্লিপে দাবি করা হচ্ছে, শঙ্কর দলুই দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে সাংসদ তহবিলের টাকা থেকে ৩০ শতাংশ কমিশন চাওয়ার বিস্ফোরক দাবি করেছেন। উল্লেখ্য, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। যদিও ভাইরাল হওয়া সেই অডিওর কথা পরবর্তীতে অস্বীকার করেছেন শঙ্কর দলুই নিজেই।
ওদিকে ভাইরাল হওয়া অডিও ক্লিপে কণ্ঠস্বর কার, সেই প্রসঙ্গে তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘গলাটা শুনে যেটা মনে হচ্ছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।’ এই বিষয়ে দেব লেখেন
যে তার যা জানানোর তিনি দিদিকে জানিয়েছেন। এরপরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাংসদ দেব লেখেন, ‘আর কিছুক্ষণ’। তারপর আরও জোড়ালো হয়ে তারকা সাংসদের রাজনীতি ছাড়ার জল্পনা।
আরও পড়ুন: ‘এত টাকা আসছে কোথা থেকে?’, লক্ষীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিতে অর্থনীতিকদের প্রশ্নের মুখে মমতা
অডিও কাণ্ডের পর দেবকে আক্রমণ শানাতে অবশ্য দেরী করেনি বিরোধীরা। সেই সময় মুখ না খুললেও পরবর্তীতে সকলকে চ্যালেঞ্জ জানিয়ে দেব বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি-অভিনয় দুই ছেড়ে দেব, ওরা রাজনীতি ছাড়বেন তো?’ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঘাটালেন তৃণমূল সাংসদ। এবার অভিষেক-দেব দুই সাংসদের বৈঠকের পর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।