ক্ষমতাতে ফের মোদীই! তবে রয়েছে একটি চিন্তা, লোকসভা ভোটের সমীক্ষায় ঘুম উড়ল বিরোধীদের

বাংলা হান্ট ডেস্ক : দিন কয়েক আগেই সংসদ ভবনে দাঁড়িয়ে বড় হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বেশ আত্মবিশ্বাসী গলায় বলেছিলেন, এবার নির্বাচনে ৪০০ পার করে যাবে এনডিএ (NDA)। যেখানে বিজেপি (BJP) একাই দখল করবে ৩৭০ এরও বেশি আসন। যদিও মুড অফ দ্যা নেশনের সমীক্ষা অন্য কথা বলছে। সমীক্ষা বলছে এবার বেশ বড় মাপের আসন হারাতে চলেছে বিজেপি।

প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন নির্বাচন জিতলে পরপর তিনবার মসনদে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে মোদীর হ্যাট্রিকের জল্পনা কল্পনা। এসবের মাঝেই আসন্ন নির্বাচন নিয়ে বড়সড় তথ্য বাইরে আনলো মুড অফ দ্য নেশনের সমীক্ষা। সমীক্ষা বলছে তৃতীয়বারের জন্য মোদীর জয় নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বিজেপি যে দাবি করেছে তার ধারে কাছেও পৌঁছাবেনা আসন সংখ্যা।

সমীক্ষার দাবি, এবারও ২৭২ এর ম্যাজিক ফিগার অনায়াসে টপকে যাবে কেন্দ্রের শাসকদল বিজেপি। হয়ত বিজেপি নিজে ৩০০ এর বেশি আসনই পাবে। তবে নরেন্দ্র মোদীর দাবি অনুযায়ী ৪০০ এর গণ্ডি পার করতে পারবেনা এনডিএ। সর্বসাকুল্যে ৩৩৫ এর আশেপাশে পৌঁছাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আসন সংখ্যা। আগের চেয়ে মোট ১৮টি আসন কম পাবে বিজেপি নেতৃত্বাধীন এই জোট।

আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার মধ্যেই মাইক বাজিয়ে নাচ, গান তৃণমূলের সায়ন্তিকার! মেলার উদ্বোধন ঘিরে ক্ষোভে জনতা

ওদিকে ইন্ডিয়া জোটের কথা বললে, এতে আসতে পারে ১৬৬ আসন। যার মধ্যে কেবল কংগ্রেসের দখলে থাকবে ৭১টি আসন। অর্থাৎ দেশের সমস্ত দল মোদীকে থামানোর ষড়যন্ত্র করলেও মোদীর বিজয়রথ থামানো অসম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর থেকে ২৮ জানুয়ারির মধ্যে করা হয়েছে এই সমীক্ষা। সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মোট ৩৫,৮০১ জন মানুষ।

আরও পড়ুন : বেকারত্ব বৃদ্ধির জ্বালা! অবসাদে চরম সিদ্ধান্ত বরাহনগরের ছাত্রের, কাঠগড়ায় রাজ্য সরকার

71279c9c 5c94 42ca ab2e 6ba9880062a8 modi

মুড অফ দ্যা নেশনের দাবি, এই মুহূর্তে নির্বাচন সংগঠিত হলে এরকমই ফলাফল আসবে। যদিও বাস্তব সম্ভাবনা একটু অন্যরকমও হতে পারে। তবে এটুকু কনফার্ম যে, ‘আবকি বার মোদী সরকার’। প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস থেকে শুরু করে বিরোধীদের দুশ্চিন্তা, এইসব কিছুই বলে দিচ্ছে যে, আরও একবার ফিরছে মোদি সরকার-ই।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর