বাংলায় হোক SIR! বাংলায় ভোটার তালিকায় সংশোধনে আপত্তি নেই অভিষেকের, তবে…

Published on:

Published on:

abhishek banerjee(4)

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি থেকে শুরু করে রাজ্য রাজনীতি। কোনোভাবেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে সমর্থন করেন না বলে জানিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাতে আমল না দিয়ে বাংলায় ভোটার তালিকায় (West Bengal Voter list) বিশেষ নিবিড় সংশোধনের (SIR) জন্য যখন প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই সব নিয়ে উত্তাল পরিস্থিতির মধ্যেই এবার আসরে নামলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

SIR হলে ভেঙে দেওয়া হোক লোকসভা, দাবি অভিষেকের | Abhishek Banerjee

লোকসভায় তৃণমূল নেতা অভিষেক জানালেন, বাংলায় ভোটার তালিকায় সংশোধন হোক, তাতে আপত্তি নেই। তবে কমিশনকে বেশ কিছু শর্ত দিয়েছেন তৃণমূল সাংসদ। তার কথায়, বাংলায় SIR হওয়ার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। ভেঙে দেওয়া হোক কেন্দ্রের সরকারও। তার পর দেশজুড়ে এক সঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হোক।

এই প্রসঙ্গে লোকসভার প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, মাত্র এক বছর আগে লোকসভা নির্বাচনে এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে। তখন যদি এই ভোটার তালিকায় ভোট হয়, সব ঠিক ছিল, আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল? অভিষেক বলেন, এর মানে যে ভোটার তালিকার উপর ভোট করে নরেন্দ্র মোদী জিতে প্রধানমন্ত্রী হলেন, সরকার বানালেন, অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রী হলেন, সেটা ঠিক ছিল আর যেই বাংলায় ভোট আসল সেই ভোটার তালিকা নিয়েই প্রশ্ন?

Election Commission

অভিষেকের যুক্তি, এই ভোটার তালিকায় যদি ভুল থাকে তাহলে নরেন্দ্র মোদীর নির্বাচনও বৈধ নয়, কেন্দ্রের সরকারও বৈধ নয়। SIR করতে হলে লোকসভা ভেঙে দিয়ে দেশে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের দাবি জানান অভিষেক। বাংলার ভোটার তালিকা ভুল আর গুজরাতের ঠিক, বিহারের ভোটার তালিকা ভুল উত্তরপ্রদেশের ঠিক এটা মানতে নারাজ অভিষেক।

Abhishek Banerjee-

আরও পড়ুন: কিছুক্ষণেই সুপ্রিম কোর্টে উঠবে DA মামলা, তার আগেই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এল

গতকাল দিল্লির ঘটনার তীব্র নিন্দা করেন অভিষেক। বলেন, গতকাল যেভাবে সাংসদদের বাধা দেওয়া হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে কমিশন ভয় পেয়েছে। নয়তো শান্তিপূর্ণ প্রতিবাদ ঠেকাতে এভাবে ব্যারিকেড লাগিয়ে ধাক্কাধাক্কি করা হত না। তৃণমূল মহিলা সাংসদদের অসুস্থতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিষেক। তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের হুঙ্কার, “এ তো সবে শুরু। এরপর এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন দফতর ঘেরাও করা হবে।”