বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা নিয়ে উত্তাল সংসদ। এবার এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন তুললেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার লোকসভায় বিদেশ মন্ত্রকের কাছে তিনি জানতে চান, এই ঘটনায় কেন্দ্রের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি সংরক্ষণের প্রসঙ্গ তুলে কেন্দ্রের কাছে প্রশ্ন অভিষেকের (Abhishek Banerjee)
এদিন সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের বাড়ি ভাঙ্গা এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে কেন্দ্র সরকারের কাছে পাঁচটি প্রশ্ন করেন। তিনি জানতে চান—
1. হামলার ঘটনায় কি ভারত সরকার কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে?
2. কাছারিবাড়ির নিরাপত্তা নিয়ে বাংলাদেশের কাছ থেকে কি আশ্বাস মিলেছে?
3. দোষীদের গ্রেপ্তার করেছে কি না বাংলাদেশ সরকার?
4. ভারত সরকার এই হামলার জেরে কী পদক্ষেপ করেছে বা ভাবছে?
5. বাংলাদেশে ভারতের হেরিটেজ সম্পত্তি সংরক্ষণে কোনও যৌথ চুক্তি আছে কি?
অভিষেকের প্রশ্নের জবাব দিলেন প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং
এর জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে জানান, ১২ জুন ভারতের তরফে বাংলাদেশ সরকারকে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য দোষীদের শাস্তি ও নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সরকার এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আইনি পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি, রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারিবাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সাংসদের শেষ প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম রয়েছে। সেই অনুযায়ী, হেরিটেজ ও প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে দুই দেশের মধ্যে চুক্তিও রয়েছে।
আরও পড়ুনঃ এখনই প্রস্তুত নয় বাংলা, SIR নিয়ে স্পষ্ট অবস্থান রাজ্যের, চিঠি গেল সিইও দপ্তরে
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থানে হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ইস্যুতে সরকারের সোজাসাপটা জবাব একদিকে যেমন কূটনৈতিক দায়িত্ব পালনের দিকটি স্পষ্ট করে, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্ন তোলার বিষয়টিও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা।