ED-র পাল্টা AB! নিয়োগ দুর্নীতি মামলায় এবার কী করতে চলেছেন অভিষেক? এল বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্যে। গত মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে এবার শুধু অভিষেক নয়, সূত্রের খবর নেতার পাশাপাশি তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই নিয়ে তৃতীয় বার তলব। আগামী ৩ অক্টোবর অভিষেককে সমস্ত নথি নিয়ে সিজিওতে হাজির হতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। ঘটনাচক্রে ওই দিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের ধর্ণা কর্মসূচীর দ্বিতীয় দিন। আর সেই গুরুত্বপূর্ণ দিনেই অভিষেককে ডেকে পাঠিয়েছে ইডি।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ED. আর সেদিন ছিল বিরোধী জোট I.N.D.I.A এর সমন্বয় বৈঠক। যদিও সেই বৈঠকে না গিয়ে ইডির সামনেই হাজির হয়েছিলেন অভিষেক। পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচি চলাকালীনও নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল আরেক গোয়েন্দা সংস্থা সিবিআই। এভাবে বেছে বেছে গুরুত্বপূর্ণ দিন গুলিতে ডেকে পাঠানোর পেছনে চক্রান্ত দেখছে তৃণমূল।

আরও পড়ুন:আজই আসতে পারে সুখবর! পুজোর আগেই অ্যাকাউন্টে মোটা টাকা দেবে কেন্দ্র সরকার

abhishek ed

বারংবার রাজনৈতিক কর্মসূচীতেই কেন বাধা! দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেককে এভাবে হেনস্তা করছে বলেই মনে করছে শাসক শিবির। গতকালই এজেন্সির বিরুদ্ধে গর্জে উঠেছেন অভিষেক। আর এরই মধ্যে শোনা যাচ্ছে, এবার আইনি পদক্ষেপ করার পথে তৃণমূল।

গতকালই বিবৃতি দিয়ে অভিষেক জানিয়েছেন আগামী ৩ অক্টোবর ইডির দফতরে তিনি যাচ্ছেন না। পাশাপাশি টুইটে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেছেন ‘STOP ME IF YOU CAN’, এরই মধ্যে এবার অভিষেক ইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন বলেও দল সূত্রে খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর