বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা ভোট। তার আগে দলীয় সংগঠন মজবুত করতে কোমর বেঁধে ময়দানে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরই মধ্যে এবার পুজোর ঠিক আগে নয়া লুক শেয়ার করলেন তৃণমূলের ‘যুবরাজ’। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় নেতা। তার উপর শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিঁনি, যা দেখে নেটদুনিয়ায় রীতিমতো ঝড়।
ভোটের আগে নয়া লুকে চমক অভিষেকের | Abhishek Banerjee
সাদা-কালো এক ছবি এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করেছেন নেতা। যেখানে খুব সম্ভবত জিম ওয়ারে রয়েছেন অভিষেক। নিজের এক মিরর সেলফি তুলে ইন্সটাতে পোস্ট করেছেন নেতা। যেখানে দেখা যাচ্ছে সাদা হাতকাটা টি-শার্ট ও হাতে জিম গ্লাভস পরে আয়নার সামনে মোবাইল হাতে ছবি তুলেছেন তিনি।
সাদা-কালো ফ্রেমের সেই ছবিতে ধরা পড়েছে নেতার ওয়ার্কআউটের ঘাম ঝরানো মুহূর্ত। বর্তমানে তুঙ্গে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও অভিষেকের এই ফিটনেস মুড সবার যে দৃষ্টি আকর্ষণ করেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবিটি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
এ কী পুজোর প্রস্তুতি নাকি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিজেকে আরেকটু ঝালিয়ে নিচ্ছেন নেতা! অনেকেই বলছেন, বিধানসভা ভোটের আগে নিজেকে তৈরি করছেন তৃণমূলের যুবরাজ। কারণ ফিটনেসেই তো লুকিয়ে আছে আসল শক্তি। তাই এসব নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। আর কথা যেখানে তৃণমূলের নম্বর ‘টু’কে নিয়ে সেখানে চৰ্চা তো হবেই।
আরও পড়ুন: রবিতে ভারী বৃষ্টির তোলপাড়, উঠবে ঝড়! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ? আগাম আপডেট
তবে রাজনীতি নিয়ে চূড়ান্ত ব্যস্ততার পাশাপাশি স্বাস্থ্য নিয়েও যে অভিষেক যথেষ্ট যত্নবান সেটাও তিঁনি বুঝিয়ে দিলেন এই এক ছবির মাধ্যমে। এমনিতেই হেলদি লাইফস্টাইল লিড করেন অভিষেক। এবার জিমের মুহূর্ত ভাগ করে নেতা বুঝিয়ে দিলেন রাজনীতির ময়দানে যেমন লড়াকু, তেমনই নিজের স্বাস্থ্য নিয়েও যথেষ্ট সচেতন তিঁনি।