বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতার পর ভারতের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। আজ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক অভিযোগ আনলেন তিনি। তাঁর নিশানায় ছিল নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা।
“বিএসএফ কি তৃণমূলের অধীনে?” প্রশ্ন অভিষেকের (Abhishek Banerjee)
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক (Abhishek Banerjee) প্রশ্ন তোলেন, “ইলেকশন কমিশন কি তৃণমূল কংগ্রেসের অধীনে? বিএসএফ, সিআইএসএফ কি তৃণমূলের অধীনে? চারজন জঙ্গি ঢুকল দেশে, সেটা কি তৃণমূল ঢুকিয়েছে?” তাঁর প্রশ্ন, দেশের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ যদি হয়ে থাকে, তাহলে তার দায় কে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই দায় অমিত শাহের নেওয়া উচিত বলেই দাবি তাঁর।
“গরু তো পিঁপড়েও নয়, কাঁটাতার গলে ঢুকবে কীভাবে?”
পশ্চিমবঙ্গে কেন্দ্র বারবার গরু ও কয়লা পাচারের অভিযোগ তোলে। তা নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “গরু তো মশা-মাছি বা পিঁপড়ে নয় যে কাঁটাতারের তলায় দিয়ে গলে ঢুকে যাবে। বিএসএফ, সিআইএসএফ-এর মদত ছাড়া এটা অসম্ভব। অথচ এত বছরের তদন্তে এখনো পর্যন্ত একজন বিএসএফ বা সিআইএসএফ অফিসারকেও ইডি বা সিবিআই ডাকেনি।”
অভিষেকের (Abhishek Banerjee) দাবি, পাচারের টাকা কার পকেটে যাচ্ছে, সেটা খুঁজে বের করুক কেন্দ্রীয় সংস্থা। তিনি প্রশ্ন তোলেন, “একটা আস্ত গরু এপারের সীমান্ত থেকে ওপারে চলে যাচ্ছে, আর সেটা কেউ দেখছে না? সিআইএসএফ বা বিএসএফ কাউকে কি এখনও পর্যন্ত ধরা হয়েছে? ডেকেছে কেউ?”
“অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত” দাবি অভিষেকের
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানা প্রসঙ্গ টেনে অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, “অমিত শাহের আমলে একের পর এক জঙ্গি হামলা, অনুপ্রবেশের ঘটনা ঘটছে। কিন্তু তিনি বাংলায় গরু পাচারের কথা বলে রাজ্যকে কাঠগড়ায় তুলছেন। সবচেয়ে বড় প্রশ্ন হল, এসবের দায় অমিত শাহ কবে নেবেন? তাঁর ইস্তফা দেওয়া উচিত। আগে ইস্তফা দিন, তারপর অন্যদের প্রশ্ন করুন।”
আরও পড়ুনঃ মমতার অভিযোগ নস্যাৎ দিল্লির! নির্যাতিতাকে পাশে বসিয়ে পাল্টা আসরে তৃণমূল
উল্লেখ্য, আরও একবার একাধিক ইস্যুতে বিজেপির আক্রমণের জবাবে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে এই প্রথম নয়, আগেও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতৃত্ব। তবে এবার অভিষেক (Abhishek Banerjee) সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ইস্তফা’ দাবি জানাতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও জোরাল হল বলে মনে করছেন রাজনীতিবিদরা।