বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শনাতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসে ছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার পর থেকে কার্যত তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। ঘটনার সূত্রপাত হয়, গত ১৫ মে হলদিয়ায় জনসভা থেকে। ওই সভা মঞ্চ থেকেই অভিজিৎগঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় কার্যত ঝড় ওঠে রাজনৈতিক মহলে।
সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জন জোয়ারের মাঝে দাঁড়িয়ে একটি এই ছবি দেখিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর দাম বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কুমন্তব্যের জবাব দিয়ে অভিষেক পাল্টা তাকে ‘দেশদ্রোহী’ বলে তোপ দাগেন।
এদিন অভিষেক সঙ্গে করেই একটি ছবি নিয়ে পৌঁছেছিলেন তমলুকের রোড শো’তে। সেই ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করজোড়ে স্বাগত জানাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ছবি দেখিয়েই এদিন প্রকাশ্য জনসভা থেকে প্রাক্তন বিচারপতিকে খোঁচা দিয়ে গর্জে ওঠেন অভিষেক।
আরও পড়ুন: একের পর এক নির্দেশ অমান্য! এবার রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট
তৃণমূলের সেনাপতি এদিন বলেন ‘এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। আপনি যে মোদির টিকি ধরে রাজনীতি করেন তিনি মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন। আপনার দামটাও বলতে এসেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওঁর দাম সবাই জানে, তমলুকে বিজেপির টিকিট পেয়েছেন! মানুষের চাকরি খেয়ে বিজেপির টিকিট নিয়েছেন।’
এরপরেই প্রাক্তন বিচারপতিকে ‘দেশদ্রোহী’ কটাক্ষ করে সাধারণ মানুষের কাছে অভিষেকের আর্জি তাঁকে যেন একটিও ভোট না দেওয়া হয়। এদিন নাথুরাম গডসে আর গান্ধীজির প্রসঙ্গ টেনেই প্রাক্তন বিচারপতি কাঠগড়ায় তুলে অভিষেকের মন্তব্য ছিল,’নাথুরাম গডসে আর গান্ধীজির মধ্যে যিনি বেছে নিতে ইতস্তত করেন, তাকে দেশদ্রোহী ছাড়া আর কী বলা যায়? মেদিনীপুরের মাটি এরকম দেশদ্রোহীকে বরদাস্ত করবে? মেদিনীপুর তৈরি রয়েছে চাকরিখেকো অভিজিৎকে জবাব দেওয়ার জন্য।’
তবে এখনও পর্যন্ত অভিষেক বন্দোপাধ্যায়ের মন্তব্যের জবাবে পাল্টা জবাব দিতে শোনা যায়নি অভিজিৎ বাবুকে। প্রসঙ্গত চলতি মাসেই তৃণমূল নেত্রীকে আক্রমণ শানাতে গিয়ে হলদিয়ার জনসভা থেকে প্রাক্তন বিচারপতি বলেছিলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন। তো তোমার দাম ১০ লাখ টাকা কেন?’ প্রসঙ্গত ইতিমোধ্যেই প্রাক্তন বিচারপতিকে ২০মে ‘র মধ্যে জবাবদিহি করতে বলে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।