বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তিন মাস কেটে গেলেও অভিযুক্ত চার জঙ্গির খোঁজ না মেলায় ফের কেন্দ্রকে বিঁধলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন তোলেন,”পহেলগাঁও হামলার চার জঙ্গি কোথায়? তারা কি হাওয়ায় মিলিয়ে গেল? এতদিনেও কোনও উত্তর পেলাম না!”
পহেলগাঁও হামলার ব্যাখ্যা দিতে ব্যর্থ কেন্দ্র, বলল অভিষেকের (Abhishek Banerjee)
অভিষেকের (Abhishek Banerjee) দাবি, পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। এই হামলার পেছনে জড়িত জঙ্গিরা ভারতে ঢুকল কীভাবে, সীমান্ত দিয়ে তারা কীভাবে অস্ত্র-সহ প্রবেশ করল, এসবের ব্যাখ্যা দিতে ব্যর্থ কেন্দ্র। তিনি বলেন, “ওরা তো মশা-মাছি নয়, একে-৪৭ নিয়ে ঢুকছে। তাহলে বিএসএফ কী করছিল?”
তিনি আরও দাবি করেন, সীমান্ত সুরক্ষায় বারবার গাফিলতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। অভিষেক বলেন, “পেগাসাস ব্যবহার করে বিরোধীদের ফোনে নজরদারি করা হয়, কিন্তু দেশের নিরাপত্তা রক্ষায় বারবার ব্যর্থ কেন্দ্র। ২০১৯ সালে পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়েছিল। তখনও কেন্দ্রের গাফিলতি নিয়ে কথা বলেছিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক।”
বাংলাদেশি অনুপ্রবেশের প্রসঙ্গ তুলে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “বাইরের কেউ এলে, সে তো সীমান্ত পেরিয়েই এসেছে, উড়ে আসেনি। সীমান্তের দায়িত্ব BSF-এর, সুতরাং আগে অমিত শাহ এবং BSF, IB প্রধানদের পদত্যাগ করা উচিত। পহেলগাঁও এখনো কেন্দ্রশাসিত, সেখানে পুলিশ কেন্দ্রের অধীনে। তাহলে চার জঙ্গি কীভাবে পাকিস্তান থেকে এসে অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে মেরে আবার ফিরে গেল? এটাই প্রমাণ করে, ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের। নাগরিকদের সুরক্ষা দিতে না পারা অত্যন্ত লজ্জার বিষয়।”
আরও পড়ুনঃ ‘আপনার মক্কেলই তো মূল অপরাধী!’ পুরসভার নিয়োগ দুর্নীতিতে তোপ সুপ্রিম কোর্টের, হলফনামা তলব
বাংলার কেন্দ্রীয় মন্ত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক (Abhishek Banerjee)। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন, কিন্তু বাংলার জন্য তিনি কী করেছেন? তাঁকে কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, সে চিঠি লিখে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারেন, কিন্তু ৫ বছর ধরে কেন্দ্র রাজ্যের টাকা আটকে রেখেছে, এর বিরুদ্ধে তিনি কতবার চিঠি লিখেছেন?”
সব মিলিয়ে কেন্দ্র সরকারের ব্যর্থতার কথা স্পষ্ট তুলে ধরেছেন অভিষেক (Abhishek Banerjee)। এদিন তিনি কেন্দ্র সরকারের দায়িত্বের ফাঁকফোকর প্রকাশ্যে এনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দা প্রধানদের পদত্যাগ করার দাবি তুলেছেন ।