দু-তিনজনের জন্য দিল্লিতে জরুরী বৈঠক ডাকলেন অভিষেক, কারা তাঁরা? কী ঘটছে তৃণমূলের অন্দরে?

Published on:

Published on:

Abhishek Banerjee Steps In to Resolve TMC MPs Rift
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তুতির মধ্যেই দলের অন্দরমহলে নতুন করে অস্বস্তি। সূত্রের খবর, তৃণমূলের কয়েকজন মহিলা সাংসদের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি হস্তক্ষেপ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মহিলা সাংসদের মধ্যে অশান্তি চরমে

সূত্রের খবর, সম্প্রতি দু’-তিনজন মহিলা সাংসদের মধ্যে অশান্তি প্রকাশ্যে আসে। ঠিক কী কারণে এই মতবিরোধ, বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তবে দলীয় স্তরে এই বিষয়টি যে বেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা মানছেন তৃণমূলের অন্দরমহলের অনেকেই।

বৈঠকের ডাক অভিষেকের (Abhishek Banerjee)

এই পরিস্থিতিতে সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই দিল্লিতে একটি বৈঠক ডাকতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওই বৈঠকের মূল লক্ষ্য হবে মান-অভিমান ভুলে মহিলা সাংসদদের মধ্যে তৈরি হওয়া ঘরোয়া বিবাদ মিটিয়ে নেওয়া।

শুধু কোন্দল মেটানোই নয়, এই বৈঠকে একাধিক সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে খবর সূত্রের। কারণ, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠনকে আরও শক্তিশালী করা, জনপ্রতিনিধিদের সাধারণ মানুষের কাছে কীভাবে আরও বেশি পৌঁছে দেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। তার পরবর্তী সময়ে নেতা-কর্মীরা কীভাবে মাঠে নামবেন, কীভাবে সাংগঠনিক কাজ এগোবে, সেই রূপরেখাও এই বৈঠকে ঠিক হতে পারে বলে সূত্রের খবর।

Abhishek Banerjee Steps In to Resolve TMC MPs Rift

আরও পড়ুনঃ স্বপ্নভঙ্গ ভক্তদের রাগে চুরমার যুবভারতী! কত টাকার ক্ষতি হয়েছে? অঙ্কটা শুনলে চমকে যাবেন

সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই যে শাসক শিবির এখন প্রতিটি দিক খুঁটিয়ে দেখছে, তা স্পষ্ট। ঘরের কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ বার্তা দেওয়া এবং সংগঠনকে চাঙ্গা করাই এই মুহূর্তে তৃণমূল নেতৃত্বের (Abhishek Banerjee) প্রধান লক্ষ্য।