নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ফের তলব! দিল্লিতে কর্মসূচীর দিনই ডেকে পাঠাল ED

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) জের! সপ্তাহ খানেক কাটতে না কাটতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের তলব কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)। জানিয়ে রাখি, আগামী ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা।

৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। ঘটনাচক্রে ওই দিন দিল্লিতে (Delhi) তৃণমূলের ধর্ণা কর্মসূচী। আর সেই দিনই পড়ল ডাক। তৃণমূলের পূর্ব নির্ধারিত কর্মসূচি দিনই ফের নেতাকে ডেকে পাঠালো ইডি।

   

প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে যাচ্ছে তৃণমূল। আর তৃণমূলের সেই কর্মসূচির দ্বিতীয় দিন নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সেকেন্ড ইন কমান্ডকে ডেকে পাঠালো গোয়েন্দা সংস্থা।

abhishek

উল্লেখ্য, এর আগে গত ১৩ সেপ্টেম্বর অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ED. আর সেদিন ছিল বিরোধী জোট I.N.D.I.A এর সমন্বয় বৈঠক। যদিও সেই বৈঠকে না গিয়ে ইডির সামনেই হাজির হয়েছিলেন নেতা। আবার একটু পেছনে গেলেই নবজোয়ার কর্মসূচি চলাকালীনও নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল আরেক গোয়েন্দা সংস্থা সিবিআই।

এভাবে বেছে বেছে গুরুত্বপূর্ণ দিন গুলিতে নেতাকে তলব করার পেছনে চক্রান্ত দেখছে তৃণমূল। বিদেশ থেকে ফেরার পর থেকে অসুস্থ মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়। আপাতত ৩০ দিনের জন্য বিশ্রামে তিনি। একা অভিষেকের কাঁধেই দিল্লি কর্মসূচীর গোটা দায়িত্ব। এবার সেই দিন নেতা পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যাবেন নাকি ইডি অফিসে, সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর