মমতার পর ময়দানে অভিষেক! ১০০ দিনের কাজের ‘বঞ্চিত’ শ্রমিকদের জন্য বিরাট পদক্ষেপ সাংসদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে নিজের কেন্দ্রে ফুল ফর্মে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিছুদিন আগেই বার্ধ‌ক‌্য ভাতা দেওয়ার জন‌্য ডায়মন্ড হারবার কেন্দ্রে বিশেষ ক‌্যাম্প করে নজির গড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ‌্যায়। আর এবার ফের মুশকিল আসান রূপে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন‌্য বিরাট পদক্ষেপ সাংসদের।

প্রসঙ্গত, একাধিক প্রকল্পে বাংলার টাকা আটকে রেখেছে মোদী সরকার। ১০০ দিনের কাজের পরও কাজের বকেয়া টাকা পাননি দরিদ্ররা। বহুদিন থেকে এমনই অভিযোগে সরব বাংলার শাসকদল। এই আবহেই শুক্রবার থেকে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, বাংলার গরিব মানুষদের আর বঞ্চিত হবে না। বঞ্চিতদের ১০০ দিনের সব টাকা দেবে রাজ্য (100 days work Dues)। ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ ফেব্রুয়ারির মধ্যেই বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে বলে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।

এই আবহেই এবার ময়দানে নামলেন অভিষেক। ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জন‌্য অঞ্চলভিত্তিক ক‌্যাম্প (Special Camp) করে নাম নথিভুক্ত করানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন অভিষেক। গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্যই এই নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ শনিবার থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ এই ক‌্যাম্প থেকে নাম নথিভুক্তকরণের পক্রিয়া চলবে।

দলীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জুড়ে তিনশোর বেশি ক‌্যাম্প খোলা হচ্ছে। এর মাধ্যমে জব কার্ড হোল্ডাররা খুব সহজেই নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন। শুধু চাই প্রয়োজনীয় নথি। নথি যাচাই করার পর চূড়ান্ত তালিকা তৈরি করে জেলা প্রশাসনের মাধ‌্যমে তা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপরই নিজেদের পাওনা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বঞ্চিতরা।

abhishek

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ফের সুপ্রিম কোর্টে নালিশ অভিষেকের! এবার কী করলেন জাস্টিস?

লোকসভা ভোটের আগে নিজের কেন্দ্রের মাটি কামড়ে থাকতে চাইছেন অভিষেক। এর আগে নানা দুর্যোগ পরিস্থিতিতে ডায়মন্ড হারবারের মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন অভিষেক। আর এবার ভোট পূর্বে গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার জন‌্যই বিরাট সিদ্ধান্ত সাংসদের। যদিও ১০০ দিনের বকেয়া নিয়ে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে গিয়েছেন নেতা। গত বছর শেষের দিকে একেবারে দিল্লিতে গিয়ে বাংলার ন্যায্য পাওনার দাবিতে দুদিনব্যাপী ধর্নায় বসেন অভিষেক। গোটা রাজধানী শুনেছিল তার গর্জন। তারপর কলকাতায় রাজভবনের সামনে এসেও অব্যাহত ছিল সেই ধর্না। যদিও এত কিছুর পরও কেন্দ্র টাকা দেয়নি। ১০০ দিনের কাজের টাকা মেটানোর দায় নিয়েছে মমতা সরকার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X