‘প্রকৃত বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক!’ কমিশন এখন বিজেপির এজেন্ট? বিস্ফোরক অভিযোগ অভিষেকের

Published on:

Published on:

Abhishek Banerjee Targets EC Over Bengal Polls 7August 2025

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি অনুসরণ করে তিনিও অভিযোগ করলেন, নির্বাচন কমিশন আসলে বিজেপির হাতের হাতিয়ার হয়ে উঠেছে। দিল্লি যাওয়ার আগে বৃহস্পতিবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee)।

কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বক্তব্য, নির্বাচন কমিশন এখন ‘এক্তিয়ারের বাইরে গিয়ে’ কাজ করছে। তাঁর দাবি, কমিশন বিজেপিকে একতরফাভাবে সুবিধা করে দিচ্ছে। আগেও বিজেপি সংবাদমাধ্যম ও বিচারব্যবস্থাকে ব্যবহার করেছে, আর এখন সেই তালিকায় যুক্ত হয়েছে নির্বাচন কমিশনও। তিনি বলেন, “দেড় বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না কমিশন। ভোটাধিকার প্রয়োগে বাধা দিচ্ছে বাংলার মানুষকে।”

তৃণমূল সাংসদের অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখে ভোটের আগে রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্র। জলজীবন প্রকল্পের টাকার প্রসঙ্গ টেনে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “কমিশনের ভূমিকায় লজ্জা হওয়া উচিত। কিন্তু তারা নির্লজ্জের মতো কাজ করে চলেছে।”

প্রসঙ্গত, এই অভিযোগ নতুন নয়। এর আগের দিনই ঝাড়গ্রামে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “নির্বাচন কমিশন অমিত শাহের হাতের পুতুল।” সেই সুরে সুর মিলিয়ে অভিষেকেরও বক্তব্য, “কমিশন আগেও বিজেপিকে সাহায্য করার চেষ্টা করেছিল। কিন্তু লাভ হয়নি। এবারও হবে না। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন।”

Abhishek Targets EC Over Bengal Polls 7August 2025

আরও পড়ুনঃ

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। আর সেই উত্তাপের কেন্দ্রে এবার বারবার উঠে আসছে নির্বাচন কমিশনের নাম। মমতা (Mamata Banerjee) ও অভিষেকের (Abhishek Banerjee) ধারাবাহিকভাবে কাঠগড়ায় তুলছে নির্বাচন কমিশনকে। এখন দেখার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের তরফে কী প্রতিক্রিয়া আসে।