‘শাপে বর হয়েছে’, কলকাতা হাই কোর্টকে ‘ধন্যবাদ’ অভিষেকের, কারণ জানলে অবাক হবেন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote) দিনক্ষণ স্থির হওয়ার পর থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য সরকার, নির্বাচন কমিশনের সঙ্গে আদালতে কম লড়াই চলেনি। বহু টানাপোড়েন শেষে বিরোধীদের করা মামলায় আদালতের স্পষ্ট নির্দেশ রাজ্যে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করে পঞ্চায়েত ভোট হবে। তবে তা নিয়ে যে বিন্দুমাত্রও চিন্তা নেই শাসকদল তৃণমূলের (Trinamool Congress) সেকথা সাফ জানানো হয়েছে। তবে এবার বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য কলকাতা হাই কোর্টকে (Calcutta High Court) ‘ধন্যবাদ’ জানালেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূল নেতার মতে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টি আদতে তৃণমূলের জন্য ‘শাপে বর’ হয়েছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আসেন অভিষেক। সেখান থেকেই পূর্বের দুটি বিধানসভা ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন ‘‘সেবারও তো বাহিনী এসেছিল। কিন্তু কী হয়েছিল? তৃণমূলই জিতেছিল।’’ বুথে বুথে বাহিনীর জওয়ান মোতায়েন নিয়েও মন্তব্য করেন অভিষেক।

নেতা বলেন, ‘‘আমরাও তো চাইছি কেন্দ্রীয় বাহিনী আসুক! প্রতি বুথে বাহিনী মোতায়েন করা হোক। একজনের জায়গায় ১০ জন দেওয়া হোক। কমিশনই এর সঠিক জবাব দিতে পারবে। তবে আমার মনে হয়, কমিশনের হয়তো মনে হয়েছিল, তার অধিকার বা এক্তিয়ারের জায়গাটা সঙ্কুচিত হয়ে যাচ্ছে। ভোটে কী ব্যবস্থাপনা থাকবে, তা স্থির করার এক্তিয়ার শুধু তাদেরই রয়েছে। তাই হয়তো ইতস্তত করেছিল।”

abhishek banerjee on central force

পাশাপাশি এদিন স্বভাবসিদ্ধ ভাবেই আবাস যোজনা, সড়ক যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজের টাকা না পাওয়া, সমস্ত কিছু নিয়েই ক্ষোভ উগরে দেন সাংসদ। অভিষেকের সোজা হুঁশিয়ারি , ‘‘অনেক সৌজন্যের রাজনীতি হয়েছে! এ বার দিল্লি গিয়ে বাংলার মানুষের হক ছিনিয়ে আনব। ওরা (বিজেপি) তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে না পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে।’’

অভিষেক আরও বলেন, ‘‘ভুয়ো জব কার্ডের যে যুক্তি কেন্দ্রের তরফে খাড়া করা হচ্ছে তা আসলে ঠুনকো। কারণ, সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড বিজেপি শাসিত উত্তরপ্রদেশে।’’ ভোটের ঠিক আগে আরও একাধিক বিষয় তুলে এদিন কেন্দ্র সরকারকে জোর আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X