জোরকদমে চলছে তৃণমূলের নয়া ভবনের কাজ! ৪ তলা বিল্ডিং-এ কি কি থাকবে? জানলে ‘থ’ হয়ে যাবেন

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তপসিয়ায় তৃণমূলের পুরনো ভবন ভেঙে তা পুনর্গঠনের কাজ চলছে। শুক্রবার তপসিয়ায় গিয়ে তৃণমূলের নির্মীয়মান ভবন (Trinamool Congress Bhawan Topsia) ঘুরে দেখলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সমস্ত কাজ খতিয়ে দেখলেন নেতা। বর্তমানে জোরকদমে চলছে অত্যাধুনিক মানের সেই ভবন গড়ার কাজ।

গত বছর তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনে পুরোনো ভেঙে নয়া ভবনের ভিত পুজো হয়েছিল। সেই পুজো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে৷ সেই ২০০৪ সাল থেকে এই অফিসটিই ছিল রাজ্য তৃণমূলের অফিস। পরে পুরনো অফিসের কাজ শুরুর আগে মেট্রোপলিটনে রাজ্য অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয়৷

তৃণমূলের এই নতুন ভবন তৈরির দায়িত্ব পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওপর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্পোরেট অফিসের ধাঁচে গড়া হচ্ছে তৃণমূলের এই ভবন৷ থাকবে একাধিক অত্যাধুনিক সুবিধা। থাকবে একধিক কনফারেন্স হল, চারতলা এই ভবনে থাকবে দলের শীর্ষ নেতৃত্বের বসার ব্যবস্থা, বৈঠকে জন্য কনফারেন্স ঘর আরও একাধিক ব্যবস্থা থাকবে ৷

আরও পড়ুন: ‘অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর যাব না, উত্তরপ্রদেশে ফিরব’, মুখ খুললেন গঙ্গাসাগর যাওয়ার পথে আক্রান্ত ৩ সাধু

এই ভবনে একটি সুলভ ক্যান্টিনও গড়ারও পরিকল্পনা আছে বলে জানা গিয়েছে। এই নতুন ভবনের কাজ কতদূর এগিয়েছে তা দেখতে গতকাল সেখানে হাজির হন অভিষেক। তৃণমূলের এই ভবন গড়তে পাশে আরও কিছুটা জমির প্রয়োজন হতে পারে বলে জানা গিয়েছে।

tmc bhawan

সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতির বসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা থাকবে এই ভবনে৷ ভবনের কাজ পুরোপুরি শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে৷ পুরসভা সূত্রে খবর ৮৪৩ বর্গমিটার জমির উপর নির্মিত তৃণমূলের নতুন ভবনের উচ্চতা হবে ২০.৩৫ মিটার। প্রতিটি ফ্লোরে থাকবে ৩২৫.২০ বর্গমিটার কভার্ড স্পেস।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর