অষ্টমীতে ফুচকা, নবমীতেও চলল প্যান্ডেল হপিং, কন্যাকে নিয়ে চালতাবাগানের পুজোতে অভিষেক

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বছরের এই কটাদিন বয়স, পেশা নির্বিশেষে পুজোর আনন্দে মাতেন সকলে। বাদ যান না রাজনৈতিক জগতের রথী মহারথীরাও। নবমীতে সকন্যা পুজো পরিক্রমায় বেরোতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। উত্তর কলকাতার চালতাবাগান পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি।

নবমীতেও পুজো পরিক্রমা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

নবমীতে বৃষ্টি কমতে বিকেলে চালতাবাগান পুজোর মণ্ডপে দেখা মিলল তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সঙ্গে এদিনও ছিলেন তাঁর কন্যা আজানিয়া। উত্তর কলকাতার এই বহুল জনপ্রিয় পুজো এবার ৮১ তে পা দিল।

Abhishek banerjee went to chaltabagan pujo pandal with daughter

মণ্ডপ ঘুরে দেখেন অভিষেক: চালতাবাগান পুজো কমিটির এবারের থিম ‘আমি বাংলায় বলছি’। নবমীতে চালতাবাগানের পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। শিল্পীর কাছে শোনেন পুজোর থিম। দর্শন করেন প্রতিমা। মণ্ডপে বাংলার বিভিন্ন মনীষীদের মূর্তি রাখা হয়েছে। সেই মনীষীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক (Abhishek Banerjee)।

আরও পড়ুন :  নবমী নিশিতে ফের দুর্যোগের ঘনঘটা, পুজোর শেষলগ্নে ‘ভিলেন’ হবে বৃষ্টি?

অষ্টমীতেও বেরিয়েছিলেন সাংসদ: মঙ্গলবারও মেয়েকে নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দমদমের পুজো মণ্ডপে গিয়েছিলেন তিনি। আজানিয়াকে নিয়ে ঘুরে দেখেন মণ্ডপ, বাইরে বেরিয়ে কয়েকজন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথাও বলেন তৃণমূল সাংসদ। এরপরেই আবার ভিন্ন মেজাজে অভিষেক (Abhishek Banerjee)। সকলকে চমকে দিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ফুচকা খান তিনি।

আরও পড়ুন : দেবীপক্ষে ছ্যাঁকা দিচ্ছে সোনা, দশেরার আগেই বড় রদবদল হলুদ ধাতুর দামে!

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্যতম হাতিয়ার বাঙালি অস্মিতা। অন্যান্য রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, হেনস্থার অভিযোগ উঠেছে। এমতাবস্থায় পুজোর মধ্যেও অভিষেকের এই উদ্যোগ গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক মহল।