‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে’, গতকাল কে মেসেজ পাঠিয়েছেন মমতাকে? মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ ২৮! আজ অগস্ট তৃণমূলের (Trinamool Congress Rally) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। দীর্ঘদিন পর অভিষেক বিদেশ থেকে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন। বাংলায় ফেরার পর এই তার প্রথম সভা ছিল এই ২৮ অগাস্ট এ। সকলের নজর ছিল আজকের সভায় তৃণমূল সেকেন্ড ইন কমান্ড কী বক্তৃতা রাখে তার ওপর। মঞ্চে উঠে অভিষেক তো তার বিরুদ্ধে গুজবের জবাব দিলেনই। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল বিস্ফোরক তথ্য।

আর এদিন মঞ্চে উঠেই রীতিমতো গর্জে ওঠেন মমতা (Mamata Banerjee)। পূর্বেও বহুবার কেন্দ্রের মোদী সরকার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তবে এবার যা বললেন তাতে তোলপাড় গোটা রাজ্য। এদিন মমতা বলেন, “কালকে আমাকে একজন মেসেজ দিয়েছে, অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে।”

এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল লিপস অ্যান্ড বাউন্ডস প্রসঙ্গ। অভিষেক দেশে ফিরতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সদ্য ইডির প্রেস রিলিসে উঠে এসেছে তার নাম। বেশ কিছু জায়গার পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর সংস্থাতেও সম্প্রতি তল্লাশি চালায় ইডি। সেখানে তল্লাশি চলাকালীন একটি কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে ইডিকে তুলোধোনা করেন অভিষেক।

আরও পড়ুন: ‘মোদী-মালিয়া নয়, পদবী বন্দ্যোপাধ্যায়, মাথা তুলে লড়তে জানি’, বিরোধীদের সপাটে জবাব অভিষেকের

আর এই একই কথা উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও। ভরা সভায় দাঁড়িয়ে মমতা বলেন,“ তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন কোন সময়ে ওই ফাইল় ডাউনলোড করা হয়েছিল তা আমরা জানতে পেরেছি। লালবাজারে অভিযোগও করা হয়েছে”।

mamata 2

আরও পড়ুন: ধামাকা! পুজোর আগেই ১৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা, একনজরে দেখে নিন তালিকা

এই কম্পিউটারে ফাইল ডাউনলোড করার ব্যাপারে ওই সংস্থা অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্ডসেরই এক কর্মচারী পুলিশে অভিযোগ জানান। সেই নিয়ে মমতার দাবি, সংস্থার সেই কর্মচারীকেও ধমকি দেওয়া হচ্ছে। তাকে গ্রেফতার করা হবে বলে ভয় দেখানো হচ্ছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X