বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের পর থেকেই শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সদ্য চোখের অপারেশন সেরে মার্কিন মুলুক থেকে ফিরেছেন তৃণমূল সেনাপতি। আর এবার সাময়িক বিরতি কাটিয়ে উপভোটের আগেই ভোট ময়দানে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (Trinamool Congress MP) তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বড় পদক্ষেপ ‘সেনাপতির’
সাংসদ হওয়ার পর থেকেই ডায়মন্ড হারবারের মানুষের পরিষেবা প্রদানে নিজেকে উৎসর্গ করেছেন অভিষেক। গোটা বছরই নিজের এলাকার মানুষের জন্য একাধিক কর্মসূচি রাখেন তিনি। এর আগে সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধানের জন্য ডায়মন্ড হারবারে ‘এক ডাকে অভিষেক’ চালু করেছিলেন নেতা। এবার হেল্প ডেস্ক চালু করলেন তৃণমূল সাংসদ।
এলাকার মানুষের কোথায় সমস্যা হচ্ছে তা জানার জন্য এই হেল্প ডেস্ক চালু করলেন অভিষেক। এই হেল্প ডেস্কের মাধ্যমে দলের নেতা কর্মীরা এলাকার সমস্যা জানতে পারবেন। হেল্প ডেস্ক রাখা থাকবে সাংসদ অফিসে। এদিকে বাংলার ছয় বিধানসভায় ৬টি বিধানসভা কেন্দ্র নৈহাটি, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া, মাদারিহাট এবং সিতাই-এ আগামী ১৩ নভেম্বর রয়েছে উপনির্বাচন। মনে করা হচ্ছিল শরীরে ব্যথা কাটিয়ে এবার সেই লক্ষ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়বেন তৃণমূল সেনাপতি। তবে এখনও তেমনটা দেখা যায়নি।
আরও পড়ুন: DA বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের! ৪ কিস্তিতে বকেয়া মেটানোর বড় ঘোষণা রাজ্য সরকারের
উপভোটের আগে হয়ত উপনির্বাচনের প্রচারে সক্রিয় নেই অভিষেক (Abhishek Banerjee)। তার বদলে নিজের কেন্দ্র নিয়েই ব্যস্ত দলের সেকেন্ড ইন কমান্ড। এদিকে শোনা যাচ্ছে ভোট মিটলেই সংগঠনের একাধিক ক্ষেত্রে বড় রদবদল আনতে চলেছে তৃণমূল (Trinamool Congress)। আপাতত সেই নিয়ে চর্চা তুঙ্গে।