বাংলাহান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাস্তায় নেমে জনসংযোগ বৃদ্ধির কর্মসূচি নিয়েছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে শুনছেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। পৌঁছে যাচ্ছেন গ্রামবাসীদের দুয়ারে। এবার এক আমজনতার বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন তৃণমূলের যুবরাজ।
বাড়ির অন্যান্য সদস্যদের সাথে জমিয়ে করলেন ভুরিভোজ। অভিষেক আজ গিয়েছিলেন ময়নাগুড়ি (Maynaguri) বিধানসভার দোমহনি পুরাতন বাজার এলাকায়। কর্মসূচি অনুযায়ী এই এলাকায় জনসংযোগের কাজ সারছিলেন অভিষেক। এরপর তিনি মধ্যাহ্নভোজের জন্য ঢোকেন স্থানীয় বাসিন্দা জীবন রাহুতের বাড়িতে।
অভিষেক গতবছর ১২ জুলাই এই এলাকায় সভা করতে আসেন। স্থানীয়রা তাকে বাজার সংস্কারের বিষয় আবেদন করেন। জেলা পরিষদ অভিষেকের নির্দেশ মতো সেই বাজার সংস্কার করার উদ্যোগ নেয়। সেই সময় জীবন বাবু অভিষেককে তার বাড়িতে আমন্ত্রণ জানান। এবার জনসংযোগ কর্মসূচিতে গিয়ে অভিষেক সেই নিমন্ত্রণ রক্ষা করলেন।
আজ অভিষেকের মধ্যাহ্ন ভোজের মেনুতে কি কি ছিল ? ভাত, ডাল, পোস্ত, বরোলি মাছের ঝোল, আড় মাছ ছিল অভিষেকের মধ্যাহ্ন ভোজের মেনুতে। এছাড়াও শেষ পাতে ছিল টক দই ও মিষ্টি। অভিষেক জীবন বাবুর বাড়িতে খাওয়া সারেন তাঁর ভাই সঞ্জীব, তাঁর ছেলে সৌরদীপকে নিয়ে।
অভিষেকের দেখভাল করেন বাড়ির দুই বউ জয়া রাহুত আর রুমা রাহুত। বলে রাখা ভালো জীবনবাবুর রাজনৈতিক কোনও পরিচয় কিন্তু এলাকায় নেই। তিনি টিউশনি পড়ান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ এমনই এক সাধারণ শিক্ষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন।