ED হাজিরায় ‘না’ অভিষেকের বাবা-মার! তার বদলে তদন্তকারীদের কাছে গেল…! তোলপাড় রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ ২২ পেরিয়ে বর্তমানে ২৩! নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্যে। শিক্ষক কেলেঙ্কারি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের নেতা, বিধায়ক থেকে শুরু করে বহুজনা। এরই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে এবার গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার। গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছিল ইডি। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য তলব করা হয় তৃণমূল সাংসদকে। যদিও দিল্লিতে ধর্নার দরুন হাজির হননি তিনি।

অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আগামী সপ্তাহে ১১অক্টোবর হাজিরার জন্য তলব করেছে ইডি (Enforcement Directorates)। জিজ্ঞাসাবাদের অভিষেক মা লতা বন্দ্যোপাধ্যায়কে ৬ অক্টোবর ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ৭ অক্টোবর জন্য ডেকে পাঠানো হলেও নেতার বাবা বা মা কেউই ইডির মুখোমুখি হননি।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও ইডি দফতরে যাননি৷ একই ভাবে শনিবার ইডি তলবে সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ও৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, সশরীরে হাজির না হলেও ইডি দফতরে এক হাজার পাতার নথি পাঠিয়েছেন অভিষেকের মা। আর নেতার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন ১২০০ পাতার নথি।

আরও পড়ুন: দমদম পুরসভার চেয়ারম্যানকে গাড়িতে তুলে কোথায় নিয়ে গেল CBI? আসল ঘটনা সামনে আসতেই তোলপাড়

সূত্রের খবর আইনজীবী মারফত ইডি দফতরে নথি পাঠিয়েছেন অভিষেকের বাবা-মা। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস সূত্রেই উঠে আসে তার মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যাযয়ের নাম। জানা যায় অভিষেকের সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তার বাবা ও মা।

abhishek hc 2

লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বিভিন্ন তথ্য, লেনদেন, এসবের বিষয়ে জিজ্ঞাসবাদ করতেই অভিষেকের বাবা ও মাকে ডেকে পাঠানো হয়। প্রসঙ্গত এই সংস্থারই ডিরেক্টর কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি৷ বর্তমানে জেলবন্দি তিনি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর