এবার ১৯,৩৩৬.৪৯ কোটির ক্ষতির সম্মুখীন আম্বানি! লাভের অঙ্কে সবথেকে এগিয়ে টাটা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, দেশের শীর্ষ ১০ টি “মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি”-র মধ্যে পাঁচটির কম্বাইন্ড মার্কেট ক্যাপ গত সপ্তাহে ৮৬,২৩৪.৭৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এদিকে, এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ করেছে টাটা গ্রুপের (Tata Group) IT কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। পাশাপাশি, TCS ছাড়াও HDFC ব্যাঙ্ক, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার এবং বাজাজ ফাইন্যান্সও লাভবান হয়েছে।

অন্যদিকে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পাশাপাশি ICICI ব্যাঙ্ক, ITC, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারতী এয়ারটেল ক্ষতির সম্মুখীন হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত সপ্তাহে, BSE সেনসেক্স ০.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬৭.২২ পয়েন্টে পোঁছে যায়।

This time Mukesh Ambani faced a big loss

এদিকে, এই সময়ের মধ্যে, TCS-এর মার্কেট ক্যাপ ৩২,৭৩০.২২ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ১৩,২৪,৬৪৯.৭৮ কোটি টাকা হয়েছে। পাশাপাশি, বাজাজ ফাইন্যান্সের মার্কেট ক্যাপ ২১,৬৯৭.৯৭ কোটি টাকা বেড়ে গিয়ে পোঁছে গিয়েছে ৪,৯৪,৮৮৪.৩৭ কোটি টাকায়। ইনফোসিসের মার্কেট ক্যাট ১৮,০৫৭.৯৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এখন সেটি দাঁড়িয়ে রয়েছে ৬,১৩,৬৫৫.০৪ কোটি টাকায়। এছাড়াও, ইউনিলিভারের মার্কেট ক্যাপ ৭,৭৩০.১৬ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৫,৮৭,১০৪.১২ কোটি টাকা হয়েছে। এদিকে, HDFC ব্যাঙ্কের ক্ষেত্রে মার্কেট ক্যাপ ৬,০১৮.৪৫ কোটি টাকা বৃদ্ধি পেয়ে পোঁছে গিয়েছে ১১,৬৩,১৬৪.৩১ কোটি টাকায়।

আরও পড়ুন: একদম ঠিকঠাক কাজ করে সূর্যের দিকে এগোচ্ছে আদিত্য-L1! বড় তথ্য সামনে আনল ISRO

ক্ষতির সম্মুখীন রিলায়েন্স: অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ১৯,৩৩৬.৪৯ কোটি টাকা কমে গিয়ে ১৫,৬৮,২১৬.৮৮ কোটি টাকা হয়েছে। তবে, এখনও পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজই দেশের সবথেকে মূল্যবান কোম্পানি হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, ICICI ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৪,৭৬১.৫৪ কোটি টাকা কমে ৬,৬২,০৫৭.৪৩ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই এবার কলকাতা পুলিশে চাকরির সুযোগ, সময় নষ্ট না করে এভাবে করুন আবেদন

একইভাবে, SBI-এর মার্কেট ক্যাপ ৪,১০৫.৩৩ কোটি টাকা কমে ৫,৩০,২১১.১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিকে, ITC-র মার্কেট ক্যাপ ২,৭৪৩.৬ কোটি টাকা কমে ৫,৫১,৪৬৩.৮৪ কোটি টাকা হয়েছে। পাশাপাশি, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেলের মার্কেট ক্যাপ ১৯৬.১৯ কোটি টাকা কমে বর্তমানে ৫,১৯,০৮২.৯৫ কোটি টাকা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর