বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে কোমর বেঁধে ময়দানে শাসক বিরোধী সকলেই। বেজে গিয়েছে ভোটের দামামা। তবে এই পরিস্থিতিতে বঙ্গ রাজনীতিতে চর্চার শিরোনামে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত লোকসভা নির্বাচনে যে ঝাঁজ নিয়ে ময়দানে নেমেছিলেন অভিষেক তা যেন এবারে উধাও। কারণ কী? কেন এখনও এতটা দূরে তৃণমূলের সেনাপতি? কেন নিজের লোকসভা কেন্দ্রের মধ্যেই নিজেকে গুটিয়ে রেখেছেন অভিষেক! কান পাতলেই শোনা যাচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মতপার্থক্য তৈরী হয়েছে তার। সত্যিই কী তাই? আনন্দবাজার অনলাইনের সাথে একান্ত সাক্ষাৎকারে এবার এই সমস্ত বিষয়েই মুখ খুললেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
লোকসভা ভোটের আগে গোটা বাংলা জুড়ে দলকে প্রচারে নেতৃত্ব দেবেন অভিষেক? ফের শক্ত হাতে নামবেন ময়দানে? সাংবাদিকের প্রশ্নে অভিষেকের স্পষ্ট জবাব, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায়। দলনেত্রী একবার বললেই তিনি প্রচারে নামবেন। তবে অভিষেক তো দলের আর পাঁচ জনের মত সাধারণ কর্মী নন, তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকঅ বটে। তাহলে তাকে কেন কারও নির্দেশের অপেক্ষা করতে হবে? অভিষেক বলেন, ‘‘আমি দলের সাধারণ সম্পাদক। আমার মাথার উপর সভানেত্রী আছেন। তার নির্দেশ পেলেই যা করার করব। না হলে আমি তো অযাচিত ভাবে যেতে পারি না!’’
অভিষেক স্পষ্ট ভাবেই জানিয়েছেন, দলনেত্রীর নির্দেশ ছাড়া তিনি কোনও কাজ করেন না। একান্ত সাক্ষাৎকারে অভিষেক বলেন, ২০২১ এর ভোটের পর দল তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে বাংলার বাইরে তৃণমূলের জমি শক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তা তিনি করেছেন। পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশেই তিনি ‘নবজোয়ার যাত্রা’ করেছিলেন। এরপর কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে দুদিনের ধর্না শেষে কলকাতায় ফিরে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসেন। তবে সেই ধর্নাও যে তৃণমূল সুপ্রিমোর কথাতেই তিনি প্রত্যাহার করে নেন এদিন সেই কথাও জানান অভিষেক।
যদিও দল পরিচালনার বিভিন্ন বিষয়ে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ‘মতপার্থক্য’ রয়েছে, তা-ও অকপটে মেনে নিয়েছেন অভিষেক। অভিষেক বলেন, কোনও দল চালানোর ক্ষেত্রে কেউ যদি বলেন কারও সঙ্গে কারও কোনও মতপার্থক্য নেই তাহলে সেটা মিথ্যে ছাড়া কিছু নয়। অভিষেকের কথায়, ‘‘যে কোনও দলের ক্ষেত্রেই মতপার্থক্য থাকা স্বাস্থ্যকর।’’
আরও পড়ুন: ‘এ’, ‘বি’ ‘সি’! লোকসভা ভোটে কিভাবে প্রার্থী নির্বাচন করছে বঙ্গ বিজেপি? জানলে অবাক হবেন
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সাথে তার কোনও দূরত্ব নেই বলেই জানান অভিষেক। রোজই মুখ্যমন্ত্রীর সাথে তার কথা হয় বলেও দাবি করেন অভিষেক। তৃণমূলের সেনাপতি বলেন, ‘আমি সব সময় দলের সঙ্গেই রয়েছি।’ অভিষেকের কথায়, ‘আমার গলা কেটে নিলেও, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা বেরোবে। আমার গলা কাটলেও মেরুদন্ড সোজা থাকবে। ‘ তবে আপাতত যে তিনি দলনেত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছেন অভিষেকের কথায় তা স্পষ্ট।