‘এ’, ‘বি’ ‘সি’! লোকসভা ভোটে কিভাবে প্রার্থী নির্বাচন করছে বঙ্গ বিজেপি? জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Loksabha Election)। হাতে এখনও কিছু দিন বাকি থাকলেও ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক, বিরোধী সব শিবিরেই চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। কোথায় কার জোর বেশি, কোথায় কম, কাকে যুদ্ধের ময়দানে নামানো হবে, এইসব নিয়েই চলছে কাটাছেঁড়া। এসবের মধ্যেই সংগঠিত হল বিজেপির (Bengal BJP) রাজ্য ইলেকশন কমিটির ‘হাইভোল্টেজ’ প্রথম বৈঠক। উঠে এল সম্ভাব্য প্রার্থীদের নামও।

দলীয় সূত্রে খবর, লোকসভা নির্বাচনে কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা যেতে পারে সেই নিয়েই আলোচনাই হয়েছে বৈঠকে। আসন প্ৰতি চার জন করে সম্ভব্য প্রার্থীর নাম জমা পড়েছে বলে জানা যাচ্ছে। সব আসনে অবশ্য এখনও সম্ভব্য প্রার্থীর নাম জমা পড়েনি। বেশ কিছু আসনে এখনও বাকি রয়েছে বলে সূত্রের খবর।

আসন্ন লোকসভায় প্রার্থী বাছাইয়ে কোনও দিক থেকে ফাঁক রাখতে চাইছে না বঙ্গ বিজেপি। তাই মাথায় রাখা হচ্ছে আসনের ক্যাটেগরিও। তবে সেটা কী? জানা যাচ্ছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আসন গুলিকে প্রথমে তিন ভাগে বিভক্ত করে নেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটেগরি।

যে সমস্ত আসন গুলিতে জয় প্রায় নিশ্চিত, অথবা জয়ের সম্ভাবনা সর্বাধিক সেগুলিকে ফেলা হয়েছে ‘এ’ ক্যাটেগরিতে। এরপরই রয়েছে ‘বি’ ক্যাটেগরি। যে আসনগুলিতে প্ৰতিপক্ষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেগুলি ফেলা হয়েছে ‘বি’ ক্যাটেগরিতে। আর যে সমস্ত আসনগুলিতে জয়ের সম্ভাবনা খুবই সামান্য বা নেই বললেই চলেছে সেই সমস্ত আসন গুলিকে রাখা হয়েছে ‘সি’ ক্যাটেগরিতে।

bjp meeting 7

আরও পড়ুন:আবহাওয়ার চরম পাল্টি! ফের ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৩ জেলায়: আবহাওয়ার খবর

ওদিকে গত নির্বাচনে হেরে যাওয়া আসনগুলিতে কাদের নাম যাবে সেই নিয়ে বিজেপি এখনও আলোচনা করে কিছু স্থির করতে পারেনি বলেই সূত্রের খবর। চলতি মাসেই বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আবার তার পরপরই আসতে পারেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সেই সব কর্মসূচি কোথায়, কিভাবে করা হবে সেই নিয়েও বৈঠকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর