ত্রিপুরার সংঘর্ষের আঁচ ছড়িয়ে পড়তে চলেছে সংসদেও, ধর্নায় বসার হুশিয়ারী অভিষেকের

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরার (Tripura) আঁচ এবার সংসদেও ছড়িয়ে পড়তে চলেছে। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর আঘাতের প্রতিবাদে, বিষয়টি সংসদে জানানোর কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি নিজে উপস্থিত থেকে গান্ধী মূর্তির পাদদেশে সোমবার ধর্নায় বসায় হুঁশিয়ারিও দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

একুশের জয়ের পর ২৪-র টার্গেট নিয়ে ত্রিপুরায় নিজেদের ক্ষমতা বিস্তারের লক্ষ্যে এগোচ্ছিল তৃণমূল শিবির। কিন্তু প্রথম থেকেই নানা বাঁধার সম্মুখীন হতে হচ্ছিল তাঁদের। তব সেই বাঁধা চরম আকার ধারণ করে শনিবার। তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

vvvvdfjhbdfbd

এখানেই শেষ নয়, হামলার প্রতিবাদে থানার সামনে শান্তিপূর্ণ ধর্না দিলেও, রবিবার সকালে তাঁদের গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। এইসমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার সেখানে তৃণমূল বাহিনীর সঙ্গে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। থানার অফিসারকে আঙ্গুল তুলে হুঁশিয়ারিও দিতে দেখা যায় তাঁকে।

এরপর গ্রেফতার করা ১৪ জন তৃণমূল নেতাকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়িয়ে দিনের শেষে ফিরিয়ে আনা হয় কলকাতায়। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় দেবাংশু, জয়া, সুদীপদের। এতকিছুর পরও হুঁশিয়ারি দিতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

গতকালই থানা থেকে বেরিয়ে অভিষেক বলেছিলেন, ‘আপনারা তো নিজেদের চোখেই গোটা পরিস্থিতিটা উপলব্ধি করলেন। এক সপ্তাহের মধ্যে এখানে দুবার এসেছি। গাড়ি ভাঙচুর করা হচ্ছে, পাথর মারা হচ্ছে, আবার আক্রান্তদেরই গ্রেফতার করা হচ্ছে। এর দ্বারাই প্রমাণ হয়, এখানে গণতন্ত্র বলে আর কিছু নেই। প্রশাসনের দোষ নেই, নিজেদের পদ বাঁচাতেই তাঁরা কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, তা সবার জানা আছে। শীঘ্রই এর অবসান ঘটবে’।

Smita Hari

সম্পর্কিত খবর