অর্পিতার ফ্ল্যাটে মেলা এই বিরাট অংকের ‘কালো টাকা’ কীভাবে এল? পাল্টা কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি দুর্নীতি (SSC Scam) নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন অভিষেক। পার্থ-কাণ্ডে উদ্ধার হওয়া এই বিরাট অংকের কালো টাকা এল কোথা থেকে? বৃহস্পতিবার এই প্রশ্ন করে বিজেপিকে বিপাকে ফেললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘কালো টাকা’ উদ্ধার প্রকল্পকে নিশানা সাধিয়ে তিনি বলেন, “২০১৬ সালে ৮ নভেম্বর প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘৫০টা দিন আমাকে সময় দিন। পরে দেশে কালো টাকা পাওয়া গেলে আমাকে যে শাস্তি দেবেন, মাথা পেতে নেব’। আজ আমরা জানতে চাই, এই বিরাট অংকের কালো টাকার উৎস কী? কেন্দ্র কি পারবে এর জবাব দিতে?।’’

   

গতকাল বিকেলেই পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে অপসারণ ও নির্বাসন করার সিদ্ধান্ত নেন অভিষেক। সেই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তোলেন ডায়মণ্ড হারবারের সাংসদ। তার কিছুক্ষণ আগে সেখানেই দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। এ ছাড়াও এ দিন ডেকে পাঠানো হয় ব্রাত্য বসু, কুণাল ঘোষ, শশী পাঁজা, ও মলয় ঘটককেও।

পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে আলোচনা শুরু হতেই প্রতিবাদ জানান সুব্রত বক্সী। তিনি দাবি জানান পার্থের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। উপস্থিত সকলে সমর্থনও করেন তাঁকে। সেখানেই স্থির হয়ে যায় কর্তব্য। আনুষ্ঠানিক ভাবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও তা জানিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে মহাসচিব পদটাই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

দুর্নীতির প্রশ্নেও এ দিন বিজেপি-সহ অন্যান্য রাজনৈতিক দলকে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ‘ব্যপম কেলেঙ্কারির পরে তো মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। টাকা তো অনেকের কাছ থেকেই উদ্ধার হয়েছে। উন্নাওয়ে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে বিজেপি কবে ব্যবস্থা নিল?’ তিনি আরও বলেন, ‘একটা ঘটনা ঘটেছে পাঁচ-ছ’দিনের সময় তো লাগবেই। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে আজ তৃণমূল যে পদক্ষেপ করেছে তা দেশের আর কোন দল করেছে?’

এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যেপাধ্যায় আবার একবার কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইডি-সিবিআইকে। তৃণমূল থেকে বিজেপিতে পালিয়ে যাওয়া নেতাদের কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বিজেপিতে থাকলে আলাদা আইন আর তৃণমূলে থাকলে আলাদা আইন, এটা তো মেনে নেওয়া যায় না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর