‘শ্রীতমা’র জন্মদিন, প্রেমিকা দিয়ার সঙ্গে আদুরে সেলফি শেয়ার করলেন ‘নেতাজী’ অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ দিয়া মুখোপাধ‍্যায় (diya mukherjee)। ২০১২ তে ‘সতী’ সিরিয়াল দিয়ে অভিষেক করে এতদিনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এই মুহূর্তে ‘মিঠাই’ সিরিয়ালের শ্রীতমা চরিত্রে অভিনয় করছেন দিয়া। সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের যুগ্ধ করে দিয়েছেন মিষ্টি মুখের মেয়েটা।

আজ, ১৭ মে শ্রীতমা ওরফে দিয়ার জন্মদিন। এমন বিশেষ দিনটায় প্রেমিক অভিষেক বোস (abhishek bose) কিছু করবেন না তা কি হয়? প্রেমিকার জন্মদিন ‘স্পেশাল’ করে তুলতে একত্রে একটি ছবি পোস্ট করেছেন অভিষেক। লকডাউনের জন‍্য বাইরে বেরোনো বন্ধ। গতকাল রবিবারই বন্ধ হয়ে গিয়েছে স্টুডিও পাড়া।


তাই সোশ‍্যাল মিডিয়াতেই একটি মিষ্টি ছবি শেয়ার করে দিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। ছবিতে দেখা যাচ্ছে তাঁকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন দিয়া। তাঁর পরনে গোলাপি টপ, খোলা চুল, মুখে মিষ্টি হাসি। অভিষেক পরেছেন সাদা প্রিন্টেড শার্ট। শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘এই দিন যেন তোমার হাসির মতোই উজ্জ্বল হয় এবং তোমার মতোই সুন্দর হয়। শুভ জন্মদিন।’ সঙ্গে গোলাপ, কেক, বেলুন সহ একগুচ্ছ ইমোজি।

https://www.instagram.com/p/CO-W7w4NR3X/?igshid=wmak97z375m7

অভিষেক ও দিয়ার প্রেমের বয়স বেশ কয়েক বছর। কখনোই সম্পর্কটা লুকিয়ে রাখেননি তাঁরা। দুজনের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে উঁকি দিলেই চোখে পড়বে একসঙ্গে তোলা একাধিক ছবি। জি বাংলার সিরিয়াল ‘সীমা রেখা’তে অভিনয়ের সূত্রে আলাপ হয় দুজনের‌। তারপরেই শুরু প্রেম। এরপরে ‘নেতাজী’ সিরিয়ালেও একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিষেক দিয়াকে।

https://www.instagram.com/p/CJOFbBjgNRw/?igshid=10hb21tibf11q

এর আগে গত বড়দিনে দিয়া অভিষেকের ছবি দেখে কপালে উঠেছিল নেটজনতার। খ্রিস্টমাসে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেতা। দিয়ার পরনে ছিল শর্ট লাল পোশাক। মাথায় সান্তা টুপি। দিয়াকে কোলে বসিয়ে তাঁর গালে আদরের চুম্বন এঁকে দিতে দেখা গিয়েছিল অভিষেককে। তুমুল ভাইরাল হয় সেই ছবি।

X