মৃত‍্যুর দুদিন আগেও ঘুরতে যাওয়ার প্ল‍্যানিং করেছিলেন, অভিষেকের ছবি নিয়েই পাটায়া গেলেন স্ত্রী-মেয়ে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস হয়ে গেল ‘নেই’ হয়ে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায় (Abhishek)। কয়েকদিনের অসুস্থতার পর একদিন হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন অভিনেতা। কিন্তু তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ‍্যায় (Sanjukta Chatterjee) ও একমাত্র মেয়ে সাইনা ওরফে ডল সেকথা একেবারেই মানেন না। তাঁদের দৃঢ় বিশ্বাস, অভিষেক এখনো তাঁদের সঙ্গেই রয়েছেন। প্রতি পদক্ষেপে পাশে রয়েছেন নিজের পরিবারের।

অভিনেতার প্রয়াণের পর তাঁর একটি ছবি সবসময় নিজেদের কাছে রাখেন সংযুক্তা ও ডল। যেখানেই যান ছবিটি সঙ্গে করে নিয়ে যান তাঁরা। এবার মা মেয়ে মিলে ঘুরতে চললেন পাটায়া। সোশ‍্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ট্রিপের।


অভিষেকের ছবি সঙ্গে নিয়ে ব‍্যাঙ্ককের উদ্দেশে পাড়ি জমিয়েছেন সংযুক্তা, ডল। হোটেলে পৌঁছেও ছবি শেয়ার করেছেন অভিষেক জায়া। প্রয়াত স্বামীর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, এই ট্রিপটায় অভিষেককে খুব মিস করছেন তিনি।


অনেকদিন ধরেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাঁরা। এমনকি মৃত‍্যুর দুদিন আগেও স্ত্রীকে টিকিট কাটার কথা মনে করিয়ে দিয়েছিলেন অভিষেক। সেসবই এখন স্মৃতি হয়ে ফিরে ফিরে আসছে। অভিনেতা কেনাকাটা করতে আর মেয়ের সঙ্গে সাঁতার কাটতে খুব ভালবাসতেন বলেও জানিয়েছেন সংযুক্তা।


গত ৯ মে ছিল ডলের জন্মদিন। শহরের এক নামী রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল তার জন্মদিনের পার্টির। স্বামীর একটি সাদা কালো প্রিন্টের শার্ট পরে এসেছিলেন সংযুক্তা। লাল পোশাকে সেজেছিল মিষ্টি ডল। বাবার ছবিতে কেক ছুঁইয়ে ছবি তুলেছিল সাইনা।

জন্মদিনের পার্টির বেশ কয়েকটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সংযুক্তা। তিনি বিশ্বাস করেন, অভিষেক এখনো রয়েছেন তাঁদের মধ‍্যে। তাই সেখানেও অভিনেতার ছবি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তাঁরা। তিন জনের একটি ছবি শেয়ার করে সংযুক্তা লিখেছিলেন, বাবা ও মায়ের দায়িত্ব একসঙ্গে পালন করবেন তিনি। আর অভিষেক যে তাঁকে পদে পদে পথ দেখাচ্ছেন সেটা তিনি বুঝতে পারেন।

সম্পর্কিত খবর

X