বাংলাহান্ট ডেস্ক: সাইনা ওরফে ডল অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) একমাত্র মেয়ে। অনস্ক্রিন আর অফস্ক্রিনের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। ডল অন্য কারোর মতো হোক এমনটা তাঁরা চান না। রবিবার এমনি ভাষায় ক্ষোভ উগরে দিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। নাম না করে কটাক্ষ ছুঁড়লেন অভিনেত্রী তৃণা সাহার (Trina Saha) দিকে।
হঠাৎ তৃণার উপরে সংযুক্তার রাগ কেন? আসলে অতি সম্প্রতি অভিষেকের পাওয়া সেরা অভিনেতার পুরস্কার নিতে গিয়েছিলেন সংযুক্তা ও মেয়ে সাইনা। পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়ের ‘পঞ্চভূজ’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন অভিষেক।
অভিনেতার অবর্তমানে পুরস্কারটি তুলে দেওয়া হয় তাঁর মেয়ে ডলের হাতে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেকের অনস্ক্রিন মেয়ে তৃণা সাহাও। ‘খড়কুটো’ সিরিয়ালে তাঁর ড্যাডির ভূমিকায় অভিনয় করতেন অভিষেক চট্টোপাধ্যায়। তৃণা এদিন বলেন, অভিষেক নাকি চাইতেন তাঁর মেয়ে ডল বড় হয়ে তৃণার মতোই হোক।
এরপরেই ফের সোশ্যাল মিডিয়ায় সরব হন সংযুক্তা। প্রয়াত স্বামীর ফেসবুক হ্যান্ডেলে বাবা মেয়ের একটি মিষ্টি ভিডিও শেয়ার করে একটি লম্বা চওড়া বার্তা দেন সংযুক্তা। তিনি লেখেন, ‘অভিষেক খুব খুব গভীর ভাবে ভালবাসে ডলকে। ও যেমন তেমন ভাবেই ওকে সবথেকে বেশি ভালবাসে। ও যেভাবে ইংরেজি আর ফ্রেঞ্চ বলে সেজন্য আমাদের একমাত্র সন্তানকে নিয়ে ও খুব গর্বিত। গত সেমিস্টারে ডল ৯২% পেয়েছিল। সেই সাফল্যে পার্টিও দিয়েছিল অভিষেক।’
তাঁর স্পষ্ট বার্তা, ‘অভিষেক ওর মেয়েকে ভালবাসে ও যেমন তেমনটার জন্যই। কারণ ও অনন্যা। ডল আমাদের একমাত্র স্বপ্ন। ও যেমন তেমনটার জন্যই আমরা গর্বিত। আমরা চাই না ডল অন্য কারোর মতো হোক। এটা বলছি কারণ অভিষেকের একজন সহ অভিনেত্রী দাবি করেছেন যে, অভিষেক চাইতেন তাঁর মেয়ে ওঁর মতো হোক।’
সংযুক্তার বক্তব্য, ডল অভিষেকের একমাত্র মেয়ে। সেই ভালবাসাটাকে সম্মান করা উচিত। অনস্ক্রিন আর অফস্ক্রিনের মধ্যে বিস্তর ফারাক। আর অভিষেক কখনোই পেশাগত আর ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলতেন না বলে দাবি সংযুক্তার। প্রয়াত অভিনেতার সহকর্মীর নাম না নিলেও সংযুক্তার ইশারাটা যে তৃণার দিকেই ছিল তা বুঝতে বাকি নেই কারোর।