বিশ্বকাপে সোনা জিতলেন অভিষেক, অল্পের জন্য সোনা হাতছাড়া সঞ্জীব রাজপুতের।

সঞ্জীব রাজপুত ভারতের অন্যতম সেরা শুটার কিন্তু এবারের শুটিং বিশ্বকাপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে উনার। কিন্তু অপরদিকে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করার দৌলতে অলিম্পিকে নামার ছাড়পত্র পেয়ে গেলেন উনি। অন্যদিকে ভারতের অভিষেক বর্মা সোনা জিতলেন 10 মিটার এয়ার রাইফেলে। এই একই ইভেন্টে ব্রোঞ্চ জিতলেন ভারতের অপর এক তারকা শুটার সৌরভ চৌধুরী।

38 বছর বয়সী প্রাপ্তন নৌসেনা সঞ্জীব রাজপুত ফাইনালে আট জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 462 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থান পান। সঞ্জীব রাজপুতের থেকে মাত্র .2 পয়েন্ট বেশি অর্থাৎ 462.2 পয়েন্ট পেয়ে সোনা জিতেছেন ক্রোয়েশিয়ার পিটার গরসা। ফাইনালে শুরুটা আশানুরূপ না হলেও ঘুরে দাঁড়ান সঞ্জীব এবং দ্বিতীয় স্থানে শেষ করেন উনি। উল্লেখ্য 2011 সালের বিশ্বকাপে এই সঞ্জীব রাজপুত সোনা জিতেছিলেন।

65514932

সঞ্জীব পরে বলেন যে, আমার মন সংযোগে ব্যাঘাত ঘটেছিল কোয়ালিফাই রাউন্ডের আগে। আমার একটা ভালো শটের স্কোর দেখিয়েছিল শূন্য, আর তারপরেই আমরা সেই ভুল সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায়। পরে আমাকে একটা অতিরিক্ত শট মারার সুযোগ দেওয়া হয়। এরফলে আমি সেই শটে একেবার দশ স্কোর করি এবং খুব সহজেই কোয়ালিফাই করে যায়। তিনি আরও বলেন, উনি বলেন আমার স্কোর দেখানো হয়েছে 1180 কিন্তু আমার স্কোর হবে 1181 এর জন্য আমরা এখন প্রতিবাদ করে চলেছি। অপরদিকে এয়ার পিস্তলের ফাইনালে দারুন পারফরম্যান্স করে সোনা জিতে নিয়েছেন অভিষেক।


Udayan Biswas

সম্পর্কিত খবর